X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রিকশাচালকের স্ত্রীকে শিক্ষকতার চাকরি দিলেন প্রধানমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৪, ১৫:১৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২০:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় বগুড়ায় অসহায় ঋণগ্রস্ত রিকশাচালকের মাস্টার্স পাস স্ত্রী সীমানুর খাতুন শিক্ষকের চাকরি পেয়েছেন। শুধু তাই নয়; ফ্রিল্যান্সিং করার জন্য একটি ল্যাপটপ, ঘর মেরামতের জন্য দুই বান্ডিল টিন, ছয় হাজার টাকা এবং স্বামী ফেরদৌস মন্ডলকে ২৫ হাজার টাকার চেক দিয়ে অটোরিকশা ক্রয়ের ঋণমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম তাদের এসব প্রদান করেন। এতে ওই দম্পতি প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বগুড়া জেলা প্রশাসন সূত্র জানায়, গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ঠিকাদারপাড়া গ্রামের ফেরদৌস মন্ডল সংসারে অভাবের কারণে লেখাপড়া করতে পারেননি। প্রাথমিক শ্রেণি পাস করার পর সংসারের হাল ধরতে রিকশা চালান। পরবর্তী সময়ে বিয়ে করেন ধুনট উপজেলার নাংলু গ্রামের এসএসসি পাস সীমানুর খাতুনকে। অর্থাভাবে নিজে লেখাপড়া করতে না পারলেও ফেরদৌস তার স্ত্রীর লেখাপড়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। রিকশা চালিয়ে পরিবারের ও স্ত্রীর লেখাপড়ার খরচ জোগান।

সীমানুর স্বামীর রিকশায় কলেজে যেতেন। লেখাপড়ার পাশাপাশি তিনি সেলাইয়ের কাজ করতেন। ধুনট ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করার পর সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হন। সেখান থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে মাস্টার্স পাস করেন।

অটোরিকশা কিনতে গিয়ে ফেরদৌস ২৫ হাজার টাকা ঋণ করেন। ফেরদৌস মন্ডল ও সীমানুর খাতুনের জীবন সংগ্রাম নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম ওই দম্পতির পাশে দাঁড়ান। সীমানুরকে বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় খণ্ডকালীন সহকারী শিক্ষক (সাধারণ) পদে চাকরির ব্যবস্থা করেন।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক সীমানুরের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ ছাড়া তাকে ফ্রিল্যান্সিং করার জন্য একটি ল্যাপটপ, ঘর মেরামতের জন্য দুই বান্ডিল টিন, ছয় হাজার টাকা এবং স্বামী ফেরদৌসের রিকশা কেনার ঋণ শোধে ২৫ হাজার টাকা চেক দেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই দম্পতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং দোয়া করেন। তারা বলেন, ‘ঋণ ও পরিশ্রম করে সংসার টিকিয়ে রাখতে হয়েছে। প্রধানমন্ত্রীর দয়ায় আমাদের কষ্টের দিন শেষ হতে চলেছে।’

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আল মামুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এ অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসক সাইফুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
গাবতলী টার্মিনালের সড়কে গাছের অভাব, পথিক দাঁড়াবে কোথায়?
২৭ বছর পর বাড়ি ফিরলেন শাহীদা, পূরণ হয়নি যে আশা
সর্বশেষ খবর
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!