X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫

জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুলছাত্র আবু হোসাইন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিনা বেগমকে (৪৯) গ্রেফতার করেছে র‌্যাব। এই আসামি উপজেলার দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী।

বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সকাল ১০টায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি  অধিনায়ক মেজর শেখ সাদিক।

এতে উল্লেখ করা হয়, গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক নুরুল ইসলাম পাঁচ জনের মৃত্যুদণ্ডের রায় দেন। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। এ সময় চার আসামি উপস্থিত এবং আমিনা বেগম পলাতক ছিলেন। রায় ঘোষণার পরই র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আজ ভোরে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ওই মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৫ মার্চ সকাল ৯টায় পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামে আবু তাহের তার পুকুর পাড়ে খড় তুলছিলেন। এসময় রব্বানী, আরিফুল, রাফেউল, রোস্তম আলী, মোস্তফা, ছাইদার রহমান, আমিনা বেগম ও সাহিদা বেগম দলবদ্ধ হয়ে হাতে লাঠি ও শাবল দিয়ে তাকে মারধর করে জখম করে।

এ সময় তার ছেলে আবু হোসাইন এসএসসি পরীক্ষা দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে দেখতে পায়, তার বাবাকে মারধর করছে। আবু হোসাইন দৌড়ে বাবাকে রক্ষার্থে এগিয়ে গেলে তাকেও মাথায় আঘাত করে। সেখান থেকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাঁচবিবি পরে জয়পুরহাট ও বগুড়া থেকে ঢাকার হাসপাতালে ভর্তি করে। মৃত্যুর সঙ্গে আট দিন পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই বছরের ৩ এপ্রিল। ওই ঘটনায় তার বাবা আবু তাহের বাদী হয়ে ২০১০ সালের ৩ এপ্রিল পাঁচবিবি থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

পরবর্তীতে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই মুমিনুল হক ২০১০ সালর ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ১৩ সাক্ষীর সাক্ষ্যতে ১৯ ফেব্রুয়ারি আদালতের বিচারক এ রায় দেন।

/এফআর/
সম্পর্কিত
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ