X
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১

অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে ছেলের সংবাদ সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধি
১৬ মার্চ ২০২৪, ১৭:২০আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৭:২০

জয়পুরহাটে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জাকির হাসান নামে এক ব্যক্তি। শনিবার (১৬ মার্চ) দুপুরে জয়পুরহাট পৌরসভা সংলগ্ন জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত মরিয়ম বেগমের (৭৫) ছেলে জাকির হাসান।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি জয়পুরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী মরিয়ম বেগম নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে যায়। এরপর ৩ মার্চ জয়পুরহাট শহরের গ্র্যাজুয়েট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ওই দিনই ডা. মো. নজরুল ইসলাম নাহিদ ও ডা. দেওয়ান মো. আমিনুল ইসলামের দায়িত্বে তার অপারেশন হয়। অপারেশন শেষ হওয়ার পর জ্ঞান ফিরতে দেরি হওয়ায় ডা. দেওয়ান মো. আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি কালক্ষেপণ করেন। এরপর ৫ মার্চ রাত ৮টার দিকে রোগীর অবস্থার অবনতি ঘটলে রোগীর স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য বাইরের কোনও হাসপাতালে নিতে চাইলে ডা. আমিনুল বাধা দেন। পরে রোগীর অবস্থা আরও খারাপ হতে থাকে। এরপর ডাক্তার এসে রাত ২টার দিকে রোগীকে ছাড়পত্র দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেয়। রোগীর স্বজনেরা শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর তিনি মারা যান।

স্বজনদের অভিযোগ ডা. দেওয়ান মো. আমিনুল ইসলাম সঠিক সময়ে যদি রোগীর জ্ঞান ফিরতে দেরি হওয়ার কারণ জানাতেন এবং উন্নত চিকিৎসার পরামর্শ দিতেন তাহলে রোগী মারা যেতেন না। যার দায় তিনি এড়াতে পারেন না। এ বিষয়ে পুলিশ ও সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ করেও প্রতিকার না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি পদক্ষেপের দাবি জানান তিনি। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জয়পুরহাট গ্র্যাজুয়েট হাসপাতালের সংশ্লিষ্ট ডা. দেওয়ান মো. আমিনুল ইসলাম বলেন, ‘রোগীর ভর্তির সময়ই রোগীদের স্বজনদের জানানো হয়েছে। রোগীর বয়স বেশি এবং নানা জটিল রোগে আক্রান্ত। ওই অবস্থায় অপারেশন করলে শঙ্কা থাকে। সে সময় রোগীর স্বজনেরা বন্ডে স্বাক্ষর দিয়ে সবকিছু লিখে দিয়ে অপারেশনের অনুমতি দিয়েছে। এরপর রোগীর অবস্থা খারাপ হলে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিলে মরিয়ম বেগমের ছেলে জাকির হাসান দীর্ঘ সময় পার করেন। এ সময় রোগীর বেশি ক্ষতি হয়েছে। এরপর শনিবার আমার ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আমার ও প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ন করেছে। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ তুলেছে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম মারা গেছেন
সোমবারের মধ্যে বঞ্চিত বিসিএস ক্যাডারদের গেজেটভুক্ত করার দাবি
দ্রব্যমূল্য কীভাবে কমলো, জানালেন প্রেস সচিব
সর্বশেষ খবর
রাজশাহীতে বালুমহাল ইজারার দরপত্র দাখিল নিয়ে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষ
রাজশাহীতে বালুমহাল ইজারার দরপত্র দাখিল নিয়ে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষ
বৃহস্পতিবারের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা
পাঠ্যবই সরবরাহে শেষ প্রতিশ্রুতি এনসিটিবিরবৃহস্পতিবারের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা
ফেব্রুয়ারিতে ডিএমপির শ্রেষ্ঠ হলেন যারা
ফেব্রুয়ারিতে ডিএমপির শ্রেষ্ঠ হলেন যারা
পদ্মার গোয়ালন্দ থেকে পাকশী চ্যানেলে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ
পদ্মার গোয়ালন্দ থেকে পাকশী চ্যানেলে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ
সর্বাধিক পঠিত
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
খেলাপি ঋণের অর্ধেকের বেশি ৫ ব্যাংকে, ১৬টির মূলধন ঘাটতি
ঝুঁকির মুখে ব্যাংক খাতখেলাপি ঋণের অর্ধেকের বেশি ৫ ব্যাংকে, ১৬টির মূলধন ঘাটতি
জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাজাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত