X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বগুড়ায় দলিল লেখকদের কর্মবিরতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বগুড়া প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ১০:১০আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১০:১০

বগুড়ার আদমদীঘিতে সাবরেজিস্ট্রার মুদাচ্ছির হাসানকে প্রত্যাহারের দাবিতে দলিল লেখকেরা গতকাল (রবিবার) সপ্তম দিনের মতো কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। দলিল সম্পাদন না হওয়ায় বিপুলসংখ্যক দাতা-গ্রহীতা রেজিস্ট্রি অফিসে এসে ফিরে গেছেন। এতে সরকার মোটা অঙ্কের রাজস্ব বঞ্চিত হচ্ছে।

রবিবার (১৪ জুলাই) দুপুরে কর্মসূচিতে বক্তারা অবিলম্বে নবাগত সাবরেজিস্ট্রার মুদাচ্ছির হাসানকে প্রত্যাহার করতে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেন জানান, প্রায় এক বছর আগে সাবরেজিস্ট্রার নিলুফা পারভিন বদলি হন। শূন্য পদে এস এম কামরুল হোসেন খণ্ডকালীন দায়িত্ব পালন করেন। গত ৭ জুলাই মুদাচ্ছির হাসান নতুন সাবরেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। পরদিন সোমবার তিনি নোটিশের মাধ্যমে দলিল লেখকদের অফিসে সৌজন্য সাক্ষাৎ করতে বলেন। দলিল লেখকরা ব্যস্ততা ও অসুবিধার কারণে সেদিন সাক্ষাৎ করেননি। তারা মঙ্গলবার সাবরেজিস্ট্রারের সঙ্গে দেখা করতে যায়। এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে দলিল লেখকদের হুমকি-ধমকি ও লাইসেন্স বাতিলের হুমকি দেন। তখন দলিল লেখকেরা সাবরেজিস্ট্রারের অফিস ত্যাগ করেন।

এদিকে সাবরেজিস্ট্রারের অশোভন আচরণ ও লাইসেন্স বাতিলের হুমকির খবরটি প্রচার হলে দলিল লেখকদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। প্রতিবাদে তার অপসারণের দাবিতে দলিল লেখকেরা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচি টানা সাত দিন চলতে থাকায় বিপুলসংখ্যক দাতা-গ্রহীতা জমি কেনাবেচা করতে পারেননি। এতে সরকারও মোটা অঙ্কের রাজস্ব বঞ্চিত হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে নন্দীগ্রাম সাবরেজিস্ট্রার মুদাচ্ছির হাসান বলেন, ‘মতবিনিময়ের জন্য দলিল লেখকদের ডাকা হয়েছিল। তাদের সঙ্গে কোনও অসৌজন্যমূলক আচরণ বা লাইসেন্স বাতিলের হুমকি দেওয়া হয়নি। তারা কয়েকদিন দলিল রেজিস্ট্রি করতে অফিসে আসেননি।’

এ কর্মসূচিতে দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি আলেফ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, সহসম্পাদক আখতারুজ্জামান রতন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ আব্দুস ছালাম, দলিল লেখক হাসানুর রহমান, রুহুল আমিন, আব্দুল কুদ্দুস, আতোয়ার রহমান, রনজিৎ পাল, জাকির হোসেন মিন্টু, তোফাজ্জল হোসেন, আব্দুল মামুন প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
রাজস্ব আদায়ে এবার কতটা পিছিয়ে পড়লো এনবিআর
‘ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না’, আশা এনবিআর চেয়ারম্যানের
ধসের মুখে রাজস্ব ব্যবস্থা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল