X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

সাবেক এমপি মমিন মণ্ডলের পিএস গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:০২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:০২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে শিক্ষার্থীকে হত্যার অভিযোগে সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের ব্যক্তিগত সচিব (পিএস) সেলিম সরকারকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নারায়গঞ্জ জেলার ফতুল্লার ড্রিম কনশেনশন হলের উত্তর মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সেলিম সরকার সিরাজগঞ্জে এক শিক্ষার্থী হত্যা মামলার ২৮ নম্বর এজাহারনামীয় আসামি। সেলিম সরকার (৪৬) বেলকুচি উপজেলার শেরনগর মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি সাবেক সংসদ্য সদস্য মমিন মন্ডলের পিএস ছিলেন।

কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, ‘সরকার পতনের এক দফা দাবিতে গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল এনায়েতপুরের খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে যায়। এ সময় আন্দোলন নসাৎ করার জন্য পিস্তল দিয়ে গুলি বর্ষণ করে দুর্বৃত্তরা। তাদের ছোড়া গুলিতে এনায়েতপুরের মাধবপুর গ্রামের শফি মিয়ার ছেলে শিহাব হোসেন (১৯), গোপরেখী গ্রামের কুদ্দুস আলীর ছেলে হাফেজ মো. সিয়াম হোসেন (২০) ও খুকনী ঝাউপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে ইয়াহিয়া আলী (২০) নিহত হন। নিহতরা শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে পৃথক তিনটি হত্যা মামলা করা হয়।’  

আবুল হাশেম সবুজ আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ ও র‌্যাব-১১ একটি অভিযানিক দল ফতুল্লায় অভিযান চালিয়ে শিক্ষার্থী হত্যা মামলার ২৮ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি সেলিম সরকারকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি মোবাইল ও একটি হাতঘড়ি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার সেলিমকে এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
খুলনায় মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা