X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

মোটরসাইকেল থেকে ফেলে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হলো যুবলীগ কর্মীর

নাটোর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩

নাটোরের বাগাতিপাড়া উপজেলার যুবলীগ কর্মী রুহুল আমিন রুবেলের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে পিটিয়ে তার বাম হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৪ ডিসেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, রুবেল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার ছিলেন। হামলায় অভিযুক্ত বিএনপির কর্মীরা প্রয়াত প্রতিমন্ত্রী বিএনপি নেতা ফজলুর রহমান পটলের অনুসারী।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মো. আব্দুর রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবলীগ কর্মী রুহুল আমিন রুবেল জানান, বুধবার রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে তিনি ফাগুয়ারদিয়ার ইউনিয়নের পাঁচুরিয়া মোড় থেকে টুনিপাড়ার দিকে যাচ্ছিলেন। সেখানে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে তার চলন্ত মোটরসাইকেলের সামনে রাস্তার ওপর হঠাৎ একটি ব্যাটারিচালিত ভ্যান ঠেলে দেন অজ্ঞাত কয়েকজন। এ সময় ২৫-৩০ জন তাকে ঘিরে ধরে রড দিয়ে পেটাতে শুরু করেন।

তিনি আরও জানান, হামলায় থাকা একজন ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে আঘাত করলে তা হেলমেটের কারণে ছিটকে দূরে পড়ে যায়। এ সময় তিনি দৌড়ে পাশের একটি ডোবাতে ঝাঁপিয়ে পড়েন। পরে তাকে ডোবা থেকে তুলে আবারও পেটানো হয়। পরে অজ্ঞান হয়ে পড়লে তাকে ফেলে চলে যায় তারা। স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

রুবেল বলেন, ‘গত ৭ জানুয়ারির নির্বাচনে (নাটোর-১) আসনে নৌকা পরাজিত হলে বিএনপির এই কর্মীরাই তার বাড়িতে তিনবার হামলা করে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আবারও হামলা করে তারা। সেদিন থেকে দিনে বাড়িতে থাকতে পারতাম না। কিছুদিন থেকে রাতে বাড়িতে ফিরতাম, ভোরে চলে যেতাম। টের পেয়ে বিএনপির লোকজন এ হামলা করেছে।’

মেডিক্যাল অফিসার ডা. আব্দুর রাকিব বলেন, ‘রুবেলের বাম পায়ের বিভিন্ন স্থানে ছুরির ক্ষত রয়েছে। মারপিটের কারণে ওই পা ও বাম হাতের দুটো হাড়ই ভেঙে গেছে।’

এ ব্যাপারে জানতে উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিজুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি।

বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু বলেন, ‘রুবেল দলের একজন সক্রিয় কর্মী। তিনি ফেসবুকে বর্তমান সরকারের সমালোচনা করায় বিএনপির কর্মীরা তার ওপর নৃশংসভাবে হামলা চালিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানাই।’

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, ‘যুবলীগ কর্মীর ওপর হামলার ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
সর্বশেষ খবর
সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে
সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
ঋতুপর্ণা ইউ বিউটি!
ঋতুপর্ণা ইউ বিউটি!
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি