X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বিষ দেওয়া বাঁধাকপি খেয়ে ৭টি গরুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৮

রাজশাহীতে বিষ দেওয়া বাঁধাকপি খেয়ে সাতটি গরুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হওয়া ৬০টি গরুকে চিকিৎসা দিয়েছেন পশু চিকিৎসকরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জেলার পবা উপজেলার বালিয়াগ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত গরুগুলোর মালিক তিন জন। এর মধ্যে বালিয়া এলাকার মৃত মোসলেম মন্ডলের ছেলে জুয়েল রানার একটি, তার ছোট ভাই সোহেল রানার চারটি ও একই এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে করিমের দুটি গরুর মৃত্যু হয়েছে।

সোহেল রানা জানান, পবা উপজেলার আশগ্রাম এলাকায় শরিফ ইসলামের দেড় বিঘা জমির বাঁধাকপি কিনে নেন- জুয়েল, সোহেল ও করিম। দাম না থাকায় সেই জমিতে সাড়ে সাত হাজার পিস বাঁধাকপি এক হাজার টাকায় বিক্রি করেন। বুধবার সকালে জমিতে শরিফ ও জুয়েলের মধ্যে কেনা-বেচা হয় বাঁধাকপি। এরপর বাঁধাকপির জমিতে তিন জনের পালের ৭০ থেকে ৭৫টি গরু নামিয়ে দেন তারা। গরুগুলো বিকাল পর্যন্ত বাঁধাকপি জমিতে খেয়েছে।

তিনি আরও বলেন, বিকালে গরুগুলো বাড়িতে নিয়ে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় দুটা গরু পড়ে যায়। তার কিছুক্ষণ পরে মারাও যায়। এরপর বাড়িতে নিয়ে আসার পর আরও পাঁচটি গরু মারা যায়। সবমিলিয়ে তিন জন মালিকের সাতটি গরু মারা গেছে। এতে তাদের ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অপরদিকে, ঘটনার পরে রাজশাহীর প্রাণিসম্পদ অধিদফতরের লোকজন ক্ষতিগ্রস্তদের বাড়িতে এসে গরুগুলো দেখেছেন। এ ছাড়া চিকিৎসকরা গরুকে স্যালাইন থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা দিয়েছেন। বর্তমানে গরুগুলো স্থিতিশীল অবস্থায় রয়েছে। এ ছাড়া তিনটি গরু জবাই করা হয়েছিল। তবে সেগুলো মাটিতে পুঁতে রাখা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয় পশু চিকিৎসক মানিক বলেন, তিনি বিকালে এই এলাকায় গরুর চিকিৎসার জন্য এসেছিলেন। এ সময় জানতে পারেন, বাঁধাকপিতে দেওয়া বিষ খেয়েছে অনেক গরু অসুস্থ হয়েছে। সাতটি মারাও গেছে। ৬০টির বেশি গরুকে স্যালাইনসহ বিভিন্ন ওষুধ দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। গরুগুলো এখন মোটামুটি সুস্থ রয়েছে। এখানে প্রাণিসম্পদ অধিদফতরের স্যারেরা খবর পাওয়া মাত্র এসেছেন। তারা চিকিৎসা দিচ্ছেন।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাটে আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের বৈজ্ঞানিক কর্মকর্তা অসিম কুমার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গরুগুলো বাঁধাকপি খেয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই বাঁধাকপির জমিতে বিষ দেওয়া ছিল। এর ফলে সাতটি গরুর মৃত্যু হয়েছে। এ ছাড়া অসুস্থ ৬০টি গরুর চিকিৎসা দেওয়া হয়েছে। একইসঙ্গে মৃত গরুগুলোর নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট এলে জানা যাবে গরুগুলোর কী কারণে মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতোয়ার রহমান বলেন, পালের ৬০ থেকে ৬৫টি গরু খেয়েছিল। সাতটি গরু মারা গেছে। জীবিত গরুগুলোর শারীরিক অবস্থা ভালো আছে। এ ছাড়া যে গরুগুলো মারা গেছে, সেগুলো মাটিতে পুঁতে রাখা হচ্ছে। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ওসি কামাল হোসেন বলেন, সাতটা গরু মারা গেছে। সেখানে প্রাণিসম্পদ অধিদফতরের লোকজন এসেছিলেন। তারা মৃত গরুগুলোর নমুনা সংগ্রহ করেছেন। এলাকার পরিবেশ ভালো আছে। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল