বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আর কারও চান্স নেই। খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন গণতন্ত্রের জন্য। বিগত ১৬ বছরে দেশের অনেক মানুষ গুম, খুন হয়েছে- তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের জনসভায় তিনি এ কথা বলেন।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে জনসভায় নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ বারবার জীবন দিয়েছে। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকার বারবার তাদের বঞ্চিত করেছে। আমরা লড়াই, সংগ্রাম করে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। দেশের এ পরিবর্তন মানুষ স্বাগত জানিয়েছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা জাতীয় বেঈমান। বারবার দেশের গণতন্ত্র হরণ হয়েছে। আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। জুলাই-আগস্ট আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার গঠন করবে। খালেদা জিয়ার ৩১ দফা হলো রাষ্ট্র কাঠামো সংস্কারের দফা।’
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘বিগত ১৬ বছর ধরে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি। জনগণের পাশে থাকুন, ভালো আচরণ করুন, তাদের আস্থা তৈরি করুন। জনগণকে কষ্ট দিয়ে নিজের স্বার্থ হাসিল করলে তাদের কোনও জায়গা হবে না। জনগণের সমস্যা সমাধান করতে না পারলে পতিত ফ্যাসিস্ট ফিরে আসবে।’
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।
জনসভায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী কঁনকচাপা, জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। এর আগে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে উপস্থিত হন নেতাকর্মীরা।