X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ভালোবাসা দিবসে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্র, ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫

বিশ্ব ভালোবাসা দিবসে বগুড়ার ধুনটে যমুনা নদীর বাঁধে ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্র জুনায়েদ রহমান সাদের (১৮) লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিখোঁজের ২০ ঘণ্টা পর শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান স্পার (বাঁধ) সংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকাল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে যমুনার বানিয়াজান বাঁধে ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ হন জুনায়েদ।

জুনায়েদ রহমান শেরপুর উপজেলার টাউন কলোনি এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের (আরডিএ) উচ্চমাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪টার দিকে বানিয়াজান বাঁধে ঘুরতে এসে নদীতে গোসল করতে নামেন জুনায়েদসহ চার বন্ধু। ঠিকমতো সাঁতার না জানায় নদীর প্রবল স্রোতে ডুবে যান তারা। পরে ধুনট ফায়ার সার্ভিসের স্থানীয় ডুবুরিরা তল্লাশি চালিয়ে তিন শিক্ষার্থীকে উদ্ধার করলেও জুনায়েদ নিখোঁজ ছিলেন। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালিয়ে শনিবার দুপুরে লাশ উদ্ধার করে।

নিখোঁজের পর উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলেন শেরপুর টাউন কলোনি এলাকার আবুল কালাম আজাদের ছেলে শেরপুর আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নাফিজ ইকবাল (১৮), শেরপুর টাউন কলোনি এলাকার গোলাম সরোয়ারের ছেলে ও আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শোয়াইব আহম্মেদ (১৮) এবং সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হারচি গ্রামের সোলায়মান আলীর ছেলে ও রাজধানীর মিরপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী মো. আবদুল্লাহ (২০)।

জুনায়েদের বন্ধু শোয়াইব আহম্মেদ বলেন, যমুনায় নদীর স্পারে (বাঁধ) বেড়াতে এসে আমরা চার বন্ধু নদীতে গোসল করতে নেমেছিলাম। নদীতে প্রবল স্রোতের কারণে আমরা ডুবে যাই। পরে তিন জনকে উদ্ধার করা হয়। তবে মোবাইলে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে যাওয়ায় তথ্য সঠিক নয়।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মনজুর মোরশেদ বলেন, ‘নিখোঁজ হয়েছিলেন চার বন্ধু। তিন জনকে জীবিত উদ্ধার করা হলেও একজনের লাশ শনিবার দুপুরে পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হামিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন জনকে শুক্রবারই জীবিত উদ্ধার করা হয়েছে। তবে জুনায়েদকে না পাওয়ায় শনিবার সকাল থেকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের লিডার কিবরিয়ার নেতৃত্বে ডুবুরি দল ও স্থানীয় ডুবুরিরা নদীতে নেমে তল্লাশি শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ পাওয়া যায়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকারিয়া মাসুদ বলেন, ‘ওই কলেজছাত্রের মৃত্যুতে শুধু পরিবারে নয়; সহপাঠীদের মাঝেও শোকের ছায়া নেমেছে।’

/এএম/
সম্পর্কিত
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের