X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, বহিষ্কৃত যুবলীগ নেতার ১৩ বছরের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ১২:২৪আপডেট : ১২ মার্চ ২০২৫, ১২:২৪

বগুড়ায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় বহুল আলোচিত বহিষ্কৃত যুবলীগ নেতা আবদুল মতিন সরকারকে পৃথক ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা জরিমানা ও অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এ ছাড়া অবৈধভাবে অর্জিত একই অঙ্কের টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

বগুড়ার স্পেশাল জজ মো. শহীদুল্লাহ আসামির অনুপস্থিতিতে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দুদকের পিপি এস এম আবুল কালাম আজাদ জানান, দুটি রায় আলাদাভাবে চলবে। গ্রেফতারের পর তার সাজা কার্যকর হবে।

আদালত ও মামলা সূত্র জানায়, আবদুল মতিন সরকার বগুড়া শহরের চকসূত্রাপুরের মজিবর রহমানের ছেলে ও আলোচিত তুফান সরকারের বড় ভাই। গত ২০১৭ সালে কলেজে ভর্তির নামে এক ছাত্রীকে বাড়িতে নিয়ে ধর্ষণ, নির্যাতন ও মাসহ তাকে মাথা ন্যাড়া করে দেওয়া ঘটনায় পুলিশ তার ভাই তুফান সরকারকে গ্রেফতার করে। এ নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হলে জেলা যুবলীগ শহর শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে মতিন সরকারকে বহিষ্কার করা হয়। এরপর মতিন সরকার ও তুফান সরকারের বিভিন্ন অপরাধ, অপকর্ম ও অবৈধ সম্পদ অর্জন নিয়ে পত্রিকায় লেখালেখি হয়। এ নিয়ে দুদক বগুড়া কার্যালয়ের কর্মকর্তারা ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর তাদের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে নিশ্চিত হন যে, মতিন সরকার এক কোটি ৪২ লাখ ১৯ হাজার ৪৯৩ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা অবৈধ সম্পদ অর্জন করেন।

দুদক বগুড়া কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক আমিনুল ইসলাম গত ২০১৮ সালের ৩১ ডিসেম্বর নিজ কার্যালয়ে মতিন সরকারের বিরুদ্ধে মামলা করেন। তিনি নিজে তদন্ত শেষে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।

২০২১ সালের ১৫ ডিসেম্বর আদালত চার্জ গঠন করেন। এর আগে, আদালত গত ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি মতিন সরকারের অবৈধ সম্পদ ক্রোক, তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব ফ্রিজ করার নির্দেশ দেন।

দুদকের পিপি এস এম আবুল কালাম আজাদ জানান, মতিন সরকারের এ মামলায় ১৩ জন সাক্ষী ছিলেন। আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪ এর ২৬ (২) ধারার অপরাধে তাকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ২৭ (১) ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মামলা চলাকালে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মতিন সরকার আত্মগোপন করেন। গ্রেফতারের পর তার উভয় সাজা আলাদাভাবে কার্যকর হবে। এ ছাড়া আদালত জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন।

আসামিপক্ষে অ্যাডভোকেট আতাউর রহমান মামলা পরিচালনা করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিআরটিএর কার্যালয়ে দুদক কর্মকর্তার কাছে চাইলো ঘুষ, পেলো ১৫ দিনের কারাদণ্ড
স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে এপ্রিলে ৪৭৭ মামলা নিষ্পত্তি
সর্বশেষ খবর
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ