রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শারীরিক হেনস্তা ও মারধর করার অভিযোগে বহিরাগত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দুই যুবক হলেন- তন্ময় (২৮) ও মিলন (৩৮)। তন্ময় রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে ও মিলন একই এলাকার ইন্তাজের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, বুধবার (১২ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী ফারহান মাহমুদ ও তার বান্ধবী কাজলা গেটে ইফতারের বাজার করছিলেন। এ সময় বহিরাগত এক যুবক তার বান্ধবীকে ইভটিজিং করেন। এই ঘটনায় ফারহানের বান্ধবী প্রতিবাদ করেন। তখন তন্ময় তার বান্ধবীর দিকে মারার জন্য তেড়ে আসেন। এ সময় ফারহান বাধা দিলে তন্ময় ও তার সহযোগী তাদের ওপর চড়াও হয়ে ফারহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার বান্ধবীকে শারীরিকভাবে হেনস্তা করেন। এ ঘটনায় ফারহান মতিহার থানায় অভিযোগ করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে।
তিনি আরও বলেন, পরে দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার হটিকালচার এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।