X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বগুড়ায় ছুরিকাঘাত করে একজনের টাকা ও আরেকজনের অটোরিকশা ছিনতাই

বগুড়া প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ২২:৩৪আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২২:৩৪

বগুড়ায় ছুরিকাঘাত করে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির টাকা এবং আরেকজনের অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার দুপুরে শাজাহানপুরে ও মঙ্গলবার রাতে শহরের চকসুত্রাপুর এ দুটি ঘটনা ঘটে।

এর মধ্যে শাজাহানপুরে বুধবার দিনদুপুরে নিতেশ গাঙ্গুলী (৫০) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে আট হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। দুপুরে উপজেলার বনানী পর্যটন মোটেল এলাকায় এ ঘটনা ঘটে। আহত নিতেশ গাঙ্গুলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নিতেশ গাঙ্গুলী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়ার মৃত নিত্যানন্দ গাঙ্গুলীর ছেলে। তিনি রেনজিট এগ্রো সাইন্স লিমিটেডের বিক্রয় প্রতিনিধি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিতেশ গাঙ্গুলী বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে কাজে যাচ্ছিলেন। বনানী পর্যটন মোটেল এলাকায় গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে আট হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। আহত অবস্থায় পথচারীরা তাকে শজিমেক হাসপাতালে নিয়ে যান।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত হওয়ার কথা শুনেছি। বিকাল পর্যন্ত মামলা হয়নি। ভুক্তভোগী ব্যক্তি মামলা করলে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

অপরদিকে, বগুড়া শহরে যাত্রী বেশে ছিনতাইকারীরা ইব্রাহিম হোসেন (৪৫) নামের এক চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার রাতে শহরের চকসুত্রাপুর এলাকায় রানার সিটি এলাকায় এ ঘটনা ঘটে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইব্রাহিম হোসেন বগুড়া সদরের ভাটকান্দি মধ্যপাড়ার নাজির হোসেনের ছেলে। 

ইব্রাহিমের স্ত্রী শাহানারা বেগম জানান, ইব্রাহিম ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে দুজন নারী শহরের জলেশ্বরীতলায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামন থেকে তার ইজিবাইকে উঠেন। তাদের শহরের চকসুত্রাপুর যাওয়ার কথা। ইজিবাইক চকসুত্রাপুর এলাকায় পৌঁছালে দুই নারী যাত্রী থামতে বলেন। থামার সঙ্গে সঙ্গে তিন জন ছিনতাইকারী ইব্রাহিমকে ছুরিকাঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে পথচারীরা এসে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় বুধবার সদর থানায় মামলা করেছেন। বিকাল পর্যন্ত ইজিবাইকের সন্ধান পাওয়া যায়নি।

/এএম/
সম্পর্কিত
এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
গাজীপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন ছিনতাই করতো তারা
সর্বশেষ খবর
মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি: ফরিদা আখতার
মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি: ফরিদা আখতার
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
‘জিমি থাকলেও ওমানকে হারানো যেতো না, ট্যাকটিক্যালি আমরা পিছিয়ে পড়েছি’
‘জিমি থাকলেও ওমানকে হারানো যেতো না, ট্যাকটিক্যালি আমরা পিছিয়ে পড়েছি’
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী