X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

নিজেকে ‘র‌্যাব’ বলে পরিচয় দিয়ে সম্পর্ক গড়তেন নারীদের সঙ্গে, র‌্যাবের হাতেই গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ১৫:১৪আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৫:১৪

বগুড়ায় র‌্যাব সদস্য পরিচয়ে নারীদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেল ও পর্নোগ্রাফির অভিযোগে শিহাব হোসেন সাগর (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা শনিবার (১২ এপ্রিল) মধ্যরাতে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদীঘি গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার লে. কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ রবিবার (১৩ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছেন।

র‌্যাব সূত্র জানায়, শিহাব হোসেন সাগর বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদীঘি গ্রামের আবদুল হান্নানের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিতেন। বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করতেন। তাদের র‌্যাব সদস্যদের ছবি পাঠাতেন। সম্পর্কের একপর্যায়ে নারীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। যার পরিপ্রেক্ষিতে ওই সব নারীরা সাগরের কাছে তাদের স্পর্শকাতর ছবি ও ভিডিও সরবরাহ করেন।

এ ছাড়া সাগর নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ভিডিও ধারণ করতেন। পরবর্তীতে ওই সব ছবি দিয়ে নারীদের ব্ল্যাকমেল করেন।

এদিকে, ভুক্তভোগী নারীদের কাছে অভিযোগ পাওয়ার পর র‌্যাবের চৌকস সদস্যরা প্রতারক শিহাব হোসেন সাগরকে গ্রেফতারের চেষ্টা করেন। শনিবার রাত দেড়টার দিকে গোপনে খবর পাওয়া যায় যে, সাগর দেশীর অস্ত্রসহ বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদীঘির বাড়িতে অবস্থান করছেন। এ সময় বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাড়িতে তল্লাশি করে দুটি স্মার্ট ফোন, দুটি বাটন ফোন, তিনটি সিম, দুটি মেমোরি কার্ড, দুটি বার্মিজ চাকু, কম্পিউটারের একটি সিপিইউ, একটি হার্ডডিক্স, একটি এসএসডি কার্ড, একটি রামদা, কাঠের ও স্টিলের হাতলযুক্ত চারটি চাকু, একটি চাপাতি, একটি ছোরা পাওয়া যায়।

র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার লে. কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ জানান, গ্রেফতার শিহাব হোসেন সাগরের বিরুদ্ধে এক ভিকটিম সদর থানায় বিভিন্ন ধারায় মামলা করেছেন। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আগের কোনও মামলা ও রাজনৈতিক পরিচয় নেই।

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
অসামাজিক কার্যকলাপের অভিযোগ: উত্তরায় হোটেল থেকে নারীসহ গ্রেফতার ১৮
ডিবি পরিচয়ে ডাকাতি: ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ৪
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
‘জিমি থাকলেও ওমানকে হারানো যেতো না, ট্যাকটিক্যালি আমরা পিছিয়ে পড়েছি’
‘জিমি থাকলেও ওমানকে হারানো যেতো না, ট্যাকটিক্যালি আমরা পিছিয়ে পড়েছি’
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী