X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সাঁওতাল হামলার বিচার না হলে আ.লীগকে পস্তাতে হবে: কাদের সিদ্দিকী

গাইবান্ধা প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৬, ০১:৪৩আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ০১:৪৫

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘নাসিরনগরের চেয়েও জঘন্যতম ঘটনা ঘটেছে গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লিতে। এ ঘটনার বিচার না হলে আওয়ামী লীগকে পস্তাতে হবে। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের একটি মহল এ ধরনের ষড়যন্ত্র করছে।’ রবিবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত সাঁওতাল অধ্যুষিত মাদারপুর ও জয়পুরপাড়া পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। সাঁওতাল হামলার বিচার না হলে আ.লীগকে পস্তাতে হবে: কাদের সিদ্দিকী

কাদের সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিজ্ঞ মানুষ। তিনি সবই বোঝেন। এজন্য তাকে সজাগ হয়ে এ জঘন্য ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। সাঁওতালরা কোনও করুণা চায় না। সাঁওতাল সম্প্রদায়ের যেসব জমি দখল করে নেওয়া হয়েছে তা অবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক।’

তিনি আরও বলেন, ‘এই জমি উদ্ধারের নামে যাদের হত্যা করা হয়েছে সে অপরাধীদের বিচার চাই। উচ্চ আদালত ধান কাটার যে রায় দিয়েছে সে অনুযায়ী সাঁওতালরা যেন সময়মত ধান কাটতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি দাবি জানান।

এর আগে রবিবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ.স.ম. আব্দুর রব গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লি পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম.এ গোফরান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, যুগ্ম সম্পাদক আশীষ সরকার, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন এবং জেলা জেএসডি সম্পাদক লাসেন খান রিন্টু।

আ.স.ম. আব্দুর রব সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, ‘জনগণের সমস্যা সমাধানে রাষ্ট্রীয় ব্যবস্থা অক্ষম। ভোটের রাজনীতির কাছে সব বন্ধন সম্প্রীতি সৌহার্দ ছিন্নভিন্ন হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত সাঁওতালদের তাদের পৈত্রিক জমিতে পুনর্বাসনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘ইক্ষু খামারের ওই জমি তাদের বাপ-দাদার সম্পত্তি। এটা সরকার বা চিনিকল কর্তৃপক্ষের বাপ-দাদার সম্পত্তি নয়। এছাড়া তিনি এখানে সংঘটিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ