X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ভিডিও কনফারেন্সে দিনাজপুরবাসীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৭, ০৪:৪৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ০৪:৪৭

ভিডিও কনফারেন্সে দিনাজপুরবাসীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী দিনাজপুরবাসীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগের ৫টি জেলার সঙ্গে  দিনাজপুরের মানুষের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার দিনাজপুর বড় ময়দানে স্থাপিত মঞ্চে বিপুল লোকজনের সমাগমে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের যারা স্বাধীনতা চায়নি তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল। তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। বিএনপি ২০১৪ সালে নির্বাচনে আসেনি এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সাধারণ মানুষ যাতে করে ভোট দিতে আসতে না পারে সেজন্য তারা তাণ্ডব শুরু করে। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান দোকান-পাট তারা জ্বালিয়ে দেয় ও ক্ষতিগ্রস্থ করে। বর্তমান সরকার কঠোর হস্তে তাদের তাণ্ডব দমন করেছে। ২০১৫ সালে তারা আবারও তাণ্ডব শুরু করে প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত করতে। বাংলাদেশের মানুষ ভালোভাবে চলুক এটি তারা চায় না। কিন্তু বাংলার মাটিতে তাদের কোনও স্থান নেই।’

প্রধানমন্ত্রী আর বলেন, ‘সংসদ সদস্য লিটন কঠোর হস্তে জামায়াত-শিবিরের অপতৎপরতা তাণ্ডব বন্ধ করেছিল। তাকেও হত্যা করা হয়েছে, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’

এমপি লিটন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচার করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, ‘শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় করা যায় এটি বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। বর্তমান সরকার গঠন করার পর ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রংপুর বিভাগে ব্যাপক উন্নয়ন করা হয়েছে এবং এই উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে।’

এ সময় যৌন হয়রানি, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কঠোর হস্তে দমন করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তা করা সম্ভব বলে বাংলাদেশ একটি উদাহরণ তৈরি করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম প্রমুখ।

/এএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ