X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল: এরশাদ

রংপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৬

বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল: এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘বিএনপি যতই ফাল পারুক না কেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশ নিতেই হবে। তারা ওই নির্বাচনে অংশ নিতে বাধ্য। কারণ নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে, তখন দলের অস্তিত্ব থাকবে না।’
সোমবার দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বেশ কয়েকটি রাজনৈতিক দল তার সঙ্গে দেখা করে জোটবদ্ধভাবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আওয়ামী লীগ ১৪ দল আর বিএনপি ২০ দলীয় জোটের মাধ্যমে নির্বাচন করলে জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচন করলে দোষের কী।’ অচিরেই জোটের ঘোষণা দেওয়া হবে বলে ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘যে সব দলের শক্তি আর সামর্থ্য আছে সেই সব দলকে আমরা সঙ্গে নেব।’
তিনি বলেন, ‘আসন্ন গাইবান্ধা জেলার সুন্দরগজ্ঞ আসনে উপ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে। সেখানে জাতীয় পার্টির জনপ্রিয়তা আছে। আশা করছি ওই আসনে জাপা প্রার্থী জয়ী হবে।’

এরশাদ বলেন, ‘বিএনপির স্বভাব হচ্ছে সব কিছুতেই বিরোধিতা করা। নুরুল হুদা মাত্র সিইসি হয়েছেন। তার কর্মকাণ্ড দেখে বোঝা যাবে তিনি নির্দলীয় ও নিরপেক্ষ কিনা। উনাকে সেই সুযোগ দেওয়া উচিত বলে জাতীয় পার্টি মনে করে। সে জন্য তার নিয়োগকে জাপা স্বাগত জানিয়েছে। আমরা আশা করি তিনি সুষ্টু নির্বাচন জাতিকে উপহার দেবেন।’

এ সময় তার ছোট ভাই জিএম কাদের, জেলা জাপা সভাপতি মোফাজ্জল হোসেন, মহানগর সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে