X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

অভিনব পন্থায় দিনাজপুর পৌরসভার মেয়রের অনিয়ম- দুর্নীতির প্রতিবাদ

দিনাজপুর প্রতিনিধি
২২ মে ২০১৭, ১৮:৪৪আপডেট : ২২ মে ২০১৭, ১৯:০০

অভিনব পন্থায় দিনাজপুর পৌরসভার মেয়রের অনিয়ম- দুর্নীতির প্রতিবাদ দিনাজপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে প্রচণ্ড রোদে খালি গায়ে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন পৌরসভার এক কাউন্সিলর। শুধু তিনিই নন, মেয়রের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তার সঙ্গে একাত্ম হয়ে রোদে দাঁড়ান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তবে মেয়র তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।

আজ  সোমবার সকাল ১১টায় দিনাজপুর জেনারেল হাসপাতালের সামনের সড়কে খালি গায়ে রোদে দাঁড়িয়ে পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রতিবাদ জানান ১২ নং ওয়ার্ড  কাউন্সিলর আশরাফুল আলম রমজান। প্রায় আধাঘণ্টা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ জানান যেখানে যোগ দেয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ওই কাউন্সিলর অভিযোগ করে জানান, পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও সহকারী প্রকৌশলী বদিউজ্জামান ফারুকী জুয়েল বিভিন্ন অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত। রাজস্ব খাত থেকে লাখ লাখ টাকা আদায় হলেও তা লোপাট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অভিনব পন্থায় দিনাজপুর পৌরসভার মেয়রের অনিয়ম- দুর্নীতির প্রতিবাদ তিনি জানান, পৌরসভায় উৎকোচ ছাড়া কোনও কাজই হয় না। ফলে বিপাকে পড়েছেন সাধারণ জনগণ। পৌরসভার অনিয়ম-দুর্নীতির বিষয়গুলো বারবার সভায় উত্থাপন করা হলেও কোনও প্রতিকার হচ্ছে না।

তিনি জানান, যে পরিমাণ অর্থ লোপাট হচ্ছে তা দিয়ে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব।

শুধু ওই কাউন্সিলরই নন, মেয়রের বিরুদ্ধে রাস্তায় দাঁড়ানো সাধারণ জনগণেরও একই অভিযোগ। তারা জানান, পৌরসভার মেয়র অবৈধভাবে অর্থের বিনিময়ে পৌরসভা এলাকায় ভারী যানবাহন প্রবেশ করাচ্ছেন যাতে করে যানজট বাড়ছে। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। সামান্য বৃষ্টির পানিতে দিনের পর দিন জলাবদ্ধতার মধ্যে থাকতে হচ্ছে। ড্রেন-কালভার্টগুলোর বেহাল অবস্থা, শ্রমিক-কর্মচারীদের বেতন দেখানো হলেও আসলে কাউকে কাজে না লাগিয়েই সেই অর্থ লোপাট করছেন পৌর মেয়র।

তবে এসব অভিযোগ সত্য নয় দাবি করে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, আন্দোলন যেই করুক তার বিরুদ্ধে এসব অভিযোগের কোনও প্রমাণ নেই।

তিনি জানান, পৌরসভার বিভিন্ন শাখায় কার্যক্রম চলছে, কোথায় কোন দুর্নীতি হচ্ছে তা তার পক্ষে বলা সম্ভব না। তবে তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত না। কিছু কাজের অনিয়ম হতে পারে বলে জানান তিনি।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন, বেশি পড়েছে পুরুষ ভোট
কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন, বেশি পড়েছে পুরুষ ভোট
হঠাৎ ক্ষমা চেয়ে ফেরার চিঠি রোমান সানার!
হঠাৎ ক্ষমা চেয়ে ফেরার চিঠি রোমান সানার!
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও