X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

খাদ্য ও অর্থ সহায়তা পেলো মা হারানো লামিম

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ০৯:৪৬আপডেট : ২২ জুলাই ২০১৭, ০৯:৫৫

সন্তান কোলে নিয়ে ত্রাণে আশায় যাচ্ছেন এক মা, ফাইল ছবি

বন্যার পানিতে ডুবে দিন দশেক আগে মা হারিয়েছে ১৪ মাস বয়সি লামিম। এরপর থেকে লামিম, তার ভাই লাজিম ও বোন সিনহাসহ দাদির কাছে রয়েছে। বন্যার কারণে তিন ভাইবোনের খাবার জোগাড় করতে গিয়ে তার পরিবারের অবস্থা কাহিল। এর মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। তার জন্য জেলা প্রশাসন দুধ ও পাঁচ হাজার অর্থ সহায়তা দিয়েছে। লামিমের বাবা ছাইদুল বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘দুই দিন আগে ইউএনও স্যার (চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা) আইস্যা লামিমের জন্য তিন প্যাকেট দুধ আর পাঁচ হাজার টাকা দিয়া গ্যাছেন।’

জেলা প্রশাসকের এমন উদ্যোগের সম্পর্কে ছাইদুল বলেন, ‘আমি সরকারক ও ডিসি সাহেবক (সরকার ও ডিসি সাহেবকে)ধন্যবাদ জানাই, যে আমার বাচ্চাটার জন্য সাহায্য করছে। আমার বাচ্চাটার খুব উপকার হইছে। অন্তত বানের (বন্যার) এই কয়দিন আর বাচ্চাটার খাবার নিয়া চিন্তা করা লাগবার নয়।’

দাদির কোলে বসে দুধ খাচ্ছে শিশু লামিম (ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি)

লামিমের মা লাইলী বেগম ১২ জুলাই চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতি আবাসনের কাছে পানিতে পড়ে মারা যান।লামিমের বড় দুই ভাই-বোন আছে। মা হারানো শিশু তিনটির তিন বেলা খাবার জোটাতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন তাদের দাদি।

সোমবার (১৭ জুলাই) চিলমারী উপজেলার শাখাহাতি আশ্রয়ণ প্রকল্প এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ত্রাণ বিতরণকালে ত্রাণ গ্রহীতাদের লাইনে ১৪ মাসের লামিম ও তার ভাই লাজিমকে দেখা যায়।এ নিয়ে বাংলা ট্রিবিউনে ‘শিশুখাদ্যের সংকটে বন্যাদুর্গতরা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনের মাধ্যমে লামিমের খাদ্য সমস্যার বিষয়টি জানতে পারেন কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মো.ফেরদৌস খান। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের মাধ্যমে শিশু লামিমকে তিন প্যাকেট দুধ ও পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।

/এসটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...