X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচন নিয়ে নাগরিক সংলাপ, মডেল নগরী গড়ার অঙ্গীকার প্রার্থীদের

রংপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ১৭:০৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৩

রসিব নির্বাচন নিয়ে নাগরিক সংলাপ

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন উপলক্ষে নাগরিক অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এ সংলাপে নাগরিক অধিকার শীর্ষক আলোচনায় প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা অংশ নেন।

আলোচনায় তিন মেয়র প্রার্থী রংপুর নগরীকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও রংপুরকে মাদক, সন্ত্রাস ও শব্দ দূষণমুক্ত করাসহ যানজট নিরসনের বিষয়ে তারা আগ্রাধিকার দেবেন বলে জানান। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর নগরীর একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংলাপে মেয়র প্রার্থীরা এসব অঙ্গীকার করেন। ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের থমসন হেপের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে নগরীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় অংশ নেন সুশীল সমাজের নেতারা।

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু বলেন, ‘‘বর্তমান আইন দিয়ে সিটি মেয়রের পক্ষে কোনও সমস্যার সমাধান করা সম্ভব নয়। এখন মেয়রের অবস্থা ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দ্দারের মতো’। আমাদের পুলিশ নেই, ম্যাজিস্ট্রেট নেই, কিভাবে যানজট নিরসন ও মাদকমুক্ত করা সম্ভব?’’

তিনি অভিযোগ করে বলেন,‘পুলিশ আমাদের কথা শোনে না আর কমিউনিটি পুলিশিং কারা করে আমরা জানি না। তারা দেখাও করে না। এখন যেটুকু ক্ষমতা আছে তা দিয়ে কিছুই করা সম্ভব না। ক্ষমতা দেওয়া না হলে কোনও মেয়রের পক্ষেই ভালোভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

ঝন্টু আরও বলেন, ‘নগরীর রাস্তা বড় করার প্রয়োজনে আমাকে অনেকের বাড়ি-ঘর স্থাপনা ও সীমানা প্রাচীর ভাঙতে হয়েছে। এ জন্য অনেকেই আমার ওপর ক্ষুব্ধ। এ কারণে আমি তাদের কাছে ক্ষমা চাইছি।’

বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা বলেন, ‘রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ী হবো এবং রংপুরকে মডেল নগরীতে পরিণত করবো।’

জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘মেয়র নির্বাচিত হলে নগরবাসী এবং সুশীল সমাজের সঙ্গে কথা বলে তাদের অভিমত নিয়ে নগরীকে বাসযোগ্য সবুজ নগরীতে পরিণত করা হবে।’

এর আগে সংলাপে অংশ নিয়ে আলোচকরা বলেন, ‘রংপুর নগরীর ড্রেনেজ সমস্যা ব্যাপক, এছাড়া যানজটের কারণে জনজীবন অচল হওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া মশা-মাছি, কুকুরসহ বিভিন্ন প্রাণীর উপদ্রব রয়েছে। অপরদিকে, নগরীর বাজারগুলোতে শাকসবজি, ফলমূলসহ সব খাবারে ফরমালিন মিশিয়ে বিক্রি হয়-যা দেখার কেউ নেই। এ ছাড়া মাদক ব্যবসা, সন্ত্রাস ও  চাঁদাবাজি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও ঐতিহাসিক শ্যামা সুন্দরী খাল এখন দখল হতে হতে সরু নালায় পরিণত হয়েছে। তারা আহ্বান জানান, যিনি নব নির্বাচিত মেয়র হবেন তিনি যেন অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যা সমাধান করেন।’

 আরও পড়ুন: ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা, আইএইচটি বন্ধ ঘোষণা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে