X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কারমাইকেল কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

রংপুর প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ১৩:১৩আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৩:১৪

কারমাইকেল কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল লতিফ মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। রবিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবন, অধ্যক্ষের কক্ষসহ সকল বিভাগীয় প্রধানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। ফলে কলেজের প্রশাসনিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে তারা এক মাস ধরে তার অপসারণের জন্য আন্দোলন করছেন। ইতোমধ্যে তদন্ত কমিটি এসে তদন্ত করে গেছেন।  তার পরেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় তারা চরম হতাশ। সে কারণে এবার অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সালমান আজীম জানান,  অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়ার বিরুদ্ধে অন্যান্য শিক্ষকদের সঙ্গে চরম অসৌজন্য আচরন করার অভিযোগ রয়েছে। এছাড়া কলেজের লাখ লাখ টাকা আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকরা যেমন আন্দোলন করে আসছে তেমনি শিক্ষার্থীরাও আন্দোলন করছে। অব্যাহত আন্দোলনের পরিপ্রেক্ষিতে মাউশির পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ফেব্রুয়ারি মাসে এসে তদন্ত করে সব ঘটনার সত্যতা পাওয়ার পরেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে এবার অধ্যক্ষের অপসারণের এক দফার আন্দোলন শুরু হয়েছে।  

শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান জানান, একই দাবিতে শিক্ষকরা শনিবার মানববন্ধন করেছে। তারা ১৩ ফেরুয়ারি পর্যন্ত ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। এ সময়ের মধ্যে অধ্যক্ষকে অপসারণ না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে। 

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ