X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টি নির্বাচন মুখী দল: এরশাদ

রংপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, ১৫:৫৪আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৫:৫৪

সংবাদ সম্মেলন করছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন,‘জাতীয় পার্টি নির্বাচন মুখী দল। কোনও দল আসুক বা না আসুক আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবো। সংসদ নির্বাচনে রংপুর সদর ৩ আসনের প্রার্থী হিসেবে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর কথা ঘোষণা করেন এরশাদ। তিনি শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এরশাদ বলেন,‘আমার ছোট ভাই জিএম কাদের দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহাম্মেদ বাবলু ও মেজর খালেদকে সঙ্গে নিয়ে রংপুরে এসেছি নির্বাচনী প্রচারনা শুরু করবো বলে। আমি রংপুরের সন্তান হিসেবে মাতৃভুমি থেকে নির্বাচনি প্রচারণা শুরু করছি।

এরশাদ বলেন,‘নির্বাচনের আগে যে মিনি কেবিনেট গঠন করা হবে সেখানে জাতীয় পার্টিও থাকবে। তবে কাকে সেই মন্ত্রী সভায় নেওয়া হবে তা এখনও ঠিক করা হয়নি। বিএনপির অবস্থা এখন শোচনীয়। তাদের অস্তিত্ব এখন হুমকির মুখে। তারপরও আমরা দুই ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। বিএনপি অংশ নিলে আমরা জোটগতভাবে নির্বাচন করবো। আর তারা নির্বাচনে অংশ না নিলে আমরা ৩শ’ আসনেই প্রার্থী দিব।’

এরশাদ বলেন,‘এর আগে জাতীয় পার্টি রংপুরের ২৩টি আসনের মধ্যে পীরগঞ্জের আসনটি শেখ হাসিনাকে ছেড়ে দিয়েছিল। এবং বাকী ২২টি আসনে  আমরা প্রার্থী দিয়ে ছিলাম এবং বিজয়ী হয়েছি। আগামী নির্বাচনেও আমরা ২২টি আসনে প্রার্থী দিব এবং জয়ী হবো বলে আশা করছি।’

ড.কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জোটের ব্যাপারে এরশাদ বলেন, দেশে শুধু দুটি জোট আছে। একটা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মহাজোট আর একটি  হলো বিএনপির ২০ দলীয় জোট। এর বাইরে আর কোনও জোটের অস্তিত্ব নেই বলে তিনি জানান।

শিক্ষার্থীদের আন্দোলন ও গ্রেফতার নিয়ে তিনি বলেন,‘এ ব্যাপারে সরকার হার্ড লাইন নিয়েছে। আজও বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। সরকার আন্দোলন দানা বাঁধতে দেবে বলে মনে হয় না। তাদের মনোভাব বুঝতে পারছি না। এ ব্যাপারে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি ।       

এর আগে এরশাদ ঢাকা থেকে হেলিকপ্টারে করে রংপুর স্টেডিয়ামে অবতরণ করলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তাকে স্বাগত জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহানগর জাতীয় পার্টির সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহাম্মেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার