X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

আইনজীবী রথিশ হত্যা: দীপা ভৌমিক ও কামরুলকে জেলা জজ আদালতে পাঠানোর নির্দেশ

রংপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৫

 

আইনজীবী রথিশ হত্যা: দীপা ভৌমিক ও কামরুলকে জেলা জজ আদালতে পাঠানোর নির্দেশ রংপুরের আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলায় তার স্ত্রী দীপা ভৌমিক ও সহকর্মী কামরুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ । বিজ্ঞ বিচারক চার্জশিট আমলে নিয়ে মামলাটি রংপুরের জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা এ আদেশ দেন।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই আসামি দীপা ভৌমিক ও কামরুল ইসলামকে আদালতে নিয়ে এসে হাজতখানায় রাখা হয়। বেলা সোয়া ২টার দিকে কড়া পুলিশের পাহারায় তাদের আদালতের পেছনের সিঁড়ি দিয়ে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষে কোনও আইনজীবী ছিলেন না।

মামলার বাদী অ্যাডভোকেট সুশান্ত ভৌমিকের পক্ষে নির্মল চন্দ্র মাহাতা জানান, যেহেতু মামলার চার্জশিট দাখিল করা হয়েছে সে কারণে দ্রুত মামলাটি বিচারের জন্য জেলা জজ আদালতে পাঠানোর আবেদন করছি। পরে বিচারক শুনানি শেষে মামলাটি বিচারের জন্য রংপুর জেলা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ অক্টোবর। আইনজীবী রথিশ হত্যা: দীপা ভৌমিক ও কামরুলকে জেলা জজ আদালতে পাঠানোর নির্দেশ

পরে আবারও কঠোর নিরাপত্তার মধ্যে দুই আসামিকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয়।

এদিকে আদালত থেকে বেরিয়ে বাবু সোনার আইনজীবী নির্মল চন্দ্র মাহাতা সাংবাদিকদের বলেন, ‘চাঞ্চল্যকর এ মামলায় আসামি পক্ষে কোনও আইনজীবী ছিল না। কেন তারা আইনজীবী নিয়োগ করেনি তা বলতে পারবো না। তবে আমরা আদালতে বলেছি চাঞ্চল্যকর মামলাটির দ্রুত বিচার শেষ হওয়া প্রয়োজন। সে কারণে ন্যায় বিচারের জন্য মামলাটি জেলা জজ আদালতে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।’

তিনি আরও বলেন, ‘মামলার বাদী নিহত আইনজীবীর ছোট ভাই সুশান্ত ভৌমিক এ সময় আদালতে উপস্থিত ছিলেন।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেবে বিশেষ কমিটি, হবে নীতিমালা
স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেবে বিশেষ কমিটি, হবে নীতিমালা
বঁটির কোপে দুই বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন, চাচি আটক
বঁটির কোপে দুই বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন, চাচি আটক
আইনে স্বীকৃত অনেক অবিচার এখনও আছে: এম এ মান্নান
আইনে স্বীকৃত অনেক অবিচার এখনও আছে: এম এ মান্নান
অফিস টাইমে চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসে থাকলে ব্যবস্থা
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিঅফিস টাইমে চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসে থাকলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা