X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সরকার বদলের অস্থিরতা থাকলে দেশে উন্নয়ন হয় না: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ২০:৩৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২০:৩৫

নীলফামারী আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন,‘সরকার বদলের অস্থিরতা থাকলে দেশে উন্নয়ন হয় না। আর দেশের প্রতি যাদের নিষ্ঠা ও ভালোবাসা আছে তাদের ক্ষমতায় বসানো দরকার। সেজন্য প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব সত্যটা গ্রহণ করা,অসত্যটাকে বর্জন করা।’ বুধবার (১২ নভেম্বর) দুপুরে নীলফামারী আইনজীবী সমিতি আয়োজিত বার লাইব্রেরির সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,‘ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা একজন ধার্মিকের কাজ না। এই কাজটা যারা করেন তারা মূলত ইসলামের শত্রু। ইসলামের নাম করে যারা রাজনীতি করছেন তারা ইসলামের ভাবমূর্তি নষ্ট করছেন। ইসলাম যে শান্তির ধর্ম সেটাকে কলুষিত করছেন তারা। সমাজকে কলুষিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন।’

সরকারের উন্নয়নের কথায় তিনি বলেন,‘গত ১০ বছরে প্রমাণ হয়েছে বাংলাদেশের উন্নয়ন একমাত্র শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। এর আগে যে কোনও সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। উন্নয়নের ধারা বজায় রাখতে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো দরকার।’

মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের উন্নয়নের কথা তুলে ধরে নূর বলেন,‘টানা ২১ বছর মালয়েশিয়ার ক্ষমতায় ছিলেন মাহাথির বিন মোহাম্মদ। অপরদিকে টানা ৫১ বছর সিঙ্গাপুরের ক্ষমতায় ছিলেন লি ‍কুয়ান ইউ। তাই আজ তাদের এতো উন্নয়ন।’

জেলা আইনজীবী সমিতির সভাপতি আলিমুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অক্ষয় কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, আইনজীবী রমেন্দ্র বর্ধন বাপী, আইনজীবী আজাহারুল ইসলাম,আইনজীবী আল মাসুদ আলাল প্রমুখ।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার