X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

দিনে গরম রাতে শীত, ছড়াচ্ছে রোগ-বালাই

রংপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ১০:২৮আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১০:৫৪

শীতজনিত রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীরা রংপুর অঞ্চলে এবার শীত তুলনামূলক কম। মাঘ মাসের ওই সময় ঠান্ডা থাকাটা স্বাভাবিক। কিন্তু এখন দিনের বেলায় গরম পড়ছে। আর সন্ধ্যা হতেই শুরু হয় শৈত্য প্রবাহ। আবহাওয়ার এ তারতম্যের কারণে শীতজনিত নানা রোগ দেখা দিয়েছে।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ অঞ্চলে গত এক সপ্তাহ ধরে দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়সের মধ্যে ওঠানামা করছে। ফলে গরম অনুভূত হচ্ছে। আর সন্ধ্যার পর থেকে শীত বাড়তে শুরু করে। যা সকাল ৭/৮ টা পর্যন্ত থাকে। এসময় তাপমাত্রা থাকে ১০-১২ ডিগ্রি। গত ৯ দিনের আবহাওয়ার তাপমাত্রা পর্যালোচনা করে আবহাওয়াবিদরা বলেছেন এটা অস্বাভাবিক।

এ ব্যাপারে রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমানের বলেন, মাঘ মাসে অস্বাভাবিক আবহাওয়া মূলত জলবায়ু পরিবর্তনের জন্য। দিনের বেলা তাপ বিকিরণ কম হয় বলে গরম লাগে। আর বিকালের পর থেকে তাপ বিকিরণ বেশি শুরু হয় বলে ঠান্ডা লাগে। তবে গত ৫০ বছরে রংপুর অঞ্চলে আবহাওয়ার এমন তারতম্য দেখা যায়নি।

শীতজনিত রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীরা ঠান্ডা-গরমের জন্য ভাইরাস জ্বর , সর্দি, নিউমোনিয়াসহ নানা রোগ ছড়িয়ে পড়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন আউটডোরে দুই শতাধিক শিশু চিকিৎসা নিতে আসছে। এদের মধ্যে যাদের অবস্থা ভালো নয় তাদের ভর্তি করে নেওয়া হচ্ছে।

হাসপাতালের পরিচালক ডা.অজয় রায় জানান, এবার বিরূপ আবহাওয়ার কারণে বিশেষ করে শিশুরাই বেশি রোগে আক্রান্ত হচ্ছে। ফলে হাসপাতালে শিশু ওয়ার্ডে জায়গা দেওয়া যাচ্ছে না। তিনি শিশুদের গরম কাপড় পড়ানো আর সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া বাইরে বের না করার পরামর্শ দিয়েছেন।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ রাউন্ডে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারকে রুখলেন নোশিন, জয় তাহসিনের
শেষ রাউন্ডে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারকে রুখলেন নোশিন, জয় তাহসিনের
‘এনবিআর কর্মকর্তাদের কলম বিরতিতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে’
‘এনবিআর কর্মকর্তাদের কলম বিরতিতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে’
সর্বজনীন পেনশন বাস্তবায়নে আরও ১২ ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই
সর্বজনীন পেনশন বাস্তবায়নে আরও ১২ ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই
রেকর্ডসংখ্যক খেলোয়াড় নিয়ে জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ শুরু
রেকর্ডসংখ্যক খেলোয়াড় নিয়ে জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ শুরু
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন