X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে ৮-৯ টাকা

হিলি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৮

আমদানি করা পেঁয়াজ ভর্তি ট্রাক একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে ৮-৯ টাকা বেড়েছে। একদিন আগেও প্রতিকেজি পেঁয়াজ ৪৮-৫২ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫৭-৬০ টাকায়।

পাইকারিতে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বর্তমানে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজিদরে। কয়েকদিন আগেও ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা এবং দেশি পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হয়েছিল।

পেঁয়াজ সরবরাহকারী সবুজ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, আগে বন্দর দিয়ে বেশি বেশি পেঁয়াজ আসতো। ভারত আমদানি মূল্য বাড়িয়ে দেওয়ায় বর্তমানে তা কমে ১২-১৩ ট্রাকে দাঁড়িয়েছে। আমদানি কমে আসায় একদিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪৮-৫২ টাকায়, সেই পেঁয়াজ এখন ৫৭-৬০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বাড়ায় দেশের বিভিন্ন স্থান থেকে যেসব পাইকার হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসতো, তারাও আর আসছে না।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা শরিফুল ইসলাম ও নাজমুন নাহার বলেন, প্রতিদিন যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাতে আমাদের মতো সাধারণ মানুষদের পেঁয়াজ খাওয়া ছেড়ে দিতে হবে। যে যার ইচ্ছেমতো দাম বাড়িয়ে চলছে, কোনও নিয়ন্ত্রণ নেই। সরকারের উচিত এমন অবস্থা রুখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা। 

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, ভারতে বন্যার কারণে উৎপাদন কম হওয়ায় সেদেশেই পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। সেখানেও দাম বেড়েছে। ফলে আমাদের চাহিদামতো পেঁয়াজ রফতানি করতে পারছে না। পেঁয়াজ আমদানি ও চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। এছাড়া ২ অক্টোবর থেকে দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। এতে করেও পেঁয়াজের দাম বাড়ছে। আশা করছি, আগামী ২০-২৫ দিনের মধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে পেঁয়াজ উঠতে শুরু করলে সরবরাহ বাড়বে। তখন দামও কমবে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-রাজশাহীর ২ হাসপাতালে দুদকের অভিযান
ঢাকা-রাজশাহীর ২ হাসপাতালে দুদকের অভিযান
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত
ভারতকে ১৪৫ রানে থামালো বাংলাদেশ
ভারতকে ১৪৫ রানে থামালো বাংলাদেশ
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে