X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

রংপুর সদরে জাপার শাদের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাবে আ.লীগও

রংপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৩

শাদ এরশাদ (ছবি– সংগৃহীত)

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনে উপ-নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী শাদ এরশাদকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহানগর আওয়ামী লীগ। একইসঙ্গে আগামীকাল শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে শাদের পক্ষে মহানগর আওয়ামী লীগ নির্বাচনি প্রচারণা চালানোরও সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে রংপুর নগরীর বুড়িরহাট রোডে শিরিন পার্ক ও কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মহানগর আওয়ামী লীগের রুদ্ধদ্বার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, শাদ এরশাদ, জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক শাফিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে, মহানগর আওয়ামী লীগের পক্ষে ছিলেন সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অনেকে।

সভা সূত্র জানায়, উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজু দলের হাই-কমান্ডের নির্দেশে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। পরে মহানগর আওয়ামী লীগ মহাজোট প্রার্থী শাদকে সমর্থন দিয়ে তার পক্ষে প্রচারণার সিদ্ধান্ত নেয়।

এ ব্যাপারে জেলা জাপার যুগ্ম-সম্পাদক শাফিয়ার বলেন, ‘উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও জাপা একসঙ্গে কাজ করবে।’ জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘আগামীকাল (শনিবার) থেকে আওয়ামী লীগ শাদ এরশাদের সমর্থনে সরাসরি নির্বাচনি প্রচারণাসহ সব কর্মকাণ্ডে অংশ নেবে।’

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, ‘শাদ এরশাদের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। মূলত প্রয়াত এরশাদের প্রতি সম্মান দেখিয়ে দলের হাই-কমান্ডের নির্দেশে আমাদের প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মাস পর ইলিশ ধরা শুরু
দুই মাস পর ইলিশ ধরা শুরু
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস