X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হলরুমে আ.লীগের বর্ধিত সভা, বাইরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

লালমনিরহাট প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৯, ২০:৪৮আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:০১

 

সংঘর্ষে আহত একজন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরুর প্রাক্কালে জেলা পরিষদের হলরুমের বাইরে দু’পক্ষের স্লোগানের মধ্য থেকে অতর্কিত হামলার ঘটনায় অন্তত ১০জন বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এদিকে বর্ধিত সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক আগামী ৯ ডিসেম্বর লালমনিরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল করার তারিখ ঘোষণা করেছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট জেলা পরিষদ হলরুমে (নতুন ভবন) জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়। কোরআন ও গীতাপাঠের পরপরই হল রুমের বাইরে হঠাৎ মারামারি শুরু হয়। এই ঘটনায় উপস্থিত পুলিশ সদস্যরা হলরুমের সামনে স্লোগান দেওয়া আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এ পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনকে বাইরে গিয়ে তাদের সমর্থকদের সামাল দেওয়ার নির্দেশ দেন। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ ও সাংগঠনিক সম্পাদক হলরুমের মঞ্চ থেকে নেমে গিয়ে পরিস্থিতি শান্ত করে হলরুমে ফিরলে বর্ধিত সভার কার্যক্রম শুরু হয়। এই ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য বর্ধিত সভার কার্যক্রম বন্ধ ছিল।

আহতরা হচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম (৩২), গোকুন্ডা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম (৫০), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মমিদুল ইসলাম (৪২), একই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক হোসেন (২৬)। তাদের লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও মুকুল চন্দ্র রায়(৩৫), আলমগীর হোসেন (৩২), রোজহান মোস্তফা অনন (১৯), রিফাত হোসেন(১৮) নাম আরও চারজন আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষে আহত এক নেতা বর্ধিত সভায় প্রধান অতিথি জাহাঙ্গীর কবীর নানক হলরুমের বাইরে মারামারি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, আওয়ামী লীগ সুশৃঙ্খল ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক সংগঠন। যারা মারামারির সঙ্গে যুক্ত তারা আওয়ামী লীগের কর্মী হতে পারে না। তাদের স্থান আওয়ামী লীগে নেই।
এসময় তিনি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সারাদেশে সাঁড়াশি অভিযান চলছে। এই অভিযান চলবেই। কেউ রেহাই পাবে না। অতএব আগামী সম্মেলনে ওয়ার্ড পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত কোনও পদেই অনুপ্রবেশকারীদের স্থান হবে না। যদি কেউ এমন কাউকে পদে বসান তাকেও আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হবে।’

বর্ধিত সভার বিশেষ অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বিএম মোজাম্মেল হক বলেন, ‘যখনই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকে, তখনই বিএনপি-জামায়াত গর্তে ঢুকে যায়। যখন আওয়ামী লীগে অন্তর্কলহ দেখা দেয়, তখনই তারা মাথাচাড়া দিয়ে ওঠে। তাই অন্য কেউ যেন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধভাবে তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। অনুপ্রবেশকারীদের কোনও পদ-পদবিতে নেওয়া যাবে না। এই দিকে বিশেষ নজরদারি করতে হবে।’

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ, কালীগঞ্জ উপজেলা সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, আদিতমারী উপজেলার সাধারণ সম্পাদক রফিকুল আলম, লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক ও লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন প্রমুখ।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি বলেন, ‘কিছুদিন আগে যারা দলীয় কার্যালয় ভাঙচুর করেছিল, তারা আবারও মারামারি করে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করেছে। দুর্দিনে এদের পাওয়া যায়নি। এখন সুদিনে এসে মারামারি করবে, তা করতে দেওয়া হবে না। এদের কোনও ছাড় দেওয়া হবে না। বিচারের মুখোমুখি করা হবে। এই ঘটনায় তিনি ক্ষমা চেয়ে কেন্দ্রীয় নেতাদের আশ্বস্ত করেন পরবর্তীতে এমন পরিস্থিতি আর হতে দেওয়া হবে না।’

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ