X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘এলা হামার চামড়া নেয় না বাহে’

নীলফামারী প্রতিনিধি
০২ আগস্ট ২০২০, ১৪:১৪আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৪:১৪

পশুর চামড়া ‘হামরা শুনছি বাহে সরকার প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধরছে ৩৫-৪০ টাকা। আর খাসি প্রতি বর্গফুট ১৩-১৫ টাকা। এলা হামার চামড়ায় নেয় না। এখন সেই দাম তো নাই।’ কথাগুলো বলছিলেন নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের চৌধুরি পাড়া গ্রামের চামড়া বিক্রেতা ময়নুল ইসলাম। তিনি বলেন, ‘৫১ হাজার টাকায় কেনা গরুর চামড়া বিক্রি করলাম ১০০ টাকায়। এবার গ্রামে মৌসুমি পাইকার চোখে পড়ে নাই। অনেকেই মনের গোসায় মাদ্রাসা মসজিদে দান করে দিয়েছেন।’

নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের বাহালী পাড়া সরকার পাড়া গ্রামের আশরাফ আলী (৩৫) বলেন, পানির দামে বিক্রি হচ্ছে পশুর চামড়া। চামড়া যেন গত দুই বছর ধরে কোরবানি দাতার গলার কাটা। এতিম ও অসহায়রা বঞ্চিত হয়েছে চামড়ার ফেতরা থেকে। 

পশুর চামড়া
শহরের পাইকার ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, এতিম অসহায়রাও বঞ্চিত হয়েছে কোরবানির ফেতরা থেকে। আবার মাদ্রাসার শিক্ষার্থীরা ওই টাকা থেকে বই, খাতা, কলম কেনে। এতে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জেলা শহরের বাড়াইপাড়া মহল্লার চামড়া ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, এবার ২৫০ পিস গরুর চামড়া কিনেছি। গড়ে প্রতি পিস ৩৫০ টাকা পড়েছে। লবণ চড়া দামে কিনতে হচ্ছে। সেখানেও সমস্যা রয়েছে। ত্রিমুখী সমস্যার মুখে মৌসুমি ব্যবসায়ীরা।

পশুর চামড়া
নিউবাবু পাড়ার বিপ্লব মিয়া বলেন, ‘১২ হাজার টাকার খাসি কোরবানি করে চামড়া বিক্রি হলো ১৫ টাকা। শুনেছি সরকারি দাম খাসির চামড়া প্রতি বর্গফুট ১৩-১৫ টাকা। সেই অনুপাতে চামড়া দাম হয় ২৫০ টাকা। কে দিবে এই টাকা ? চামড়া শিল্প এখন ধ্বংসের দ্বার প্রান্তে।’
চামড়া ব্যবসায়ী সোলেমান মিয়া বলেন, ‘এই শহরে ছোট বড় প্রায় ২০ জন ব্যবসায়ী গত বছরের পাওনা টাকা তুলতে না পেরে অর্থাভাবে পড়েছেন। অর্থ সংগ্রহ করতে না পেরে তাদের পক্ষে চামড়া ক্রয় করা সম্ভব হচ্ছে না। ফলে এবার নীলফামারীর চামড়ার বাজারে ধস নেমেছে।’ 

পশুর চামড়া
নীলফামারী চেম্বার অব কমার্চের সিনিয়র সহসভাপতি ফরহানুল হক জানান, মৌসুমি ব্যবসায়ীসহ চামড়া তিনবার হাতবদল হয়। এরপর আড়ৎদার কিংবা ট্যানারির মালিকরা তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু গ্রামের পাড়া মহল্লা ঘুরে চামড়া কিনে লোকসানে পড়ে মৌসুমি ও পাইকাররা। ট্যানারির মালিকদের কাছে জিম্মি হয়ে পড়ছেন তারা। সরকার নির্ধারিত বর্গফুট অনুযায়ী চামড়ার মূল্য পরিশোধের জন্য ট্যানারি মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী