X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

আমাকে যেন বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়: জি এম কাদের

রংপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২০, ০০:০৪আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০১:৫৪



কবর জেয়ারতকালে জি এম কাদের সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমি মারা গেলে আমাকে আমার বাবা মায়ের কবরের পাশে যেন সমাহিত করা হয়। আমি আগাম বলে গেলাম। কারণ, কবর দেওয়া নিয়ে যেন কোনও বিতর্ক তৈরি না হয়। তিনি রবিবার (২৫ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার বাবা মরহুম মকবুল হোসেন অ্যাডভোকেট ও মা মজিদা খাতুনের কবর জেয়ারত করতে এসে একথা বলেন। 

জিএম কাদের তার বাবা-মায়ের কবরের পাশে জায়গা রেখে দেওয়ার জন্য রংপুর সিটি মেয়রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখানে যেন ইট দিয়ে গাঁথুনি করে জায়গা রাখা হয়। আমি চাই না মারা যাওয়ার পর কোথায় কবর দেওয়া হবে তা নিয়ে কোনও বিতর্ক হোক।

এর আগে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে তার বাবা মায়ের কবর জেয়ারত ও ফাতেহা পাঠ করেন। এ সময় জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও জাপা নেতা আজমল হোসেন লেবুসহ অন্যরা তার সঙ্গে ছিলেন।
কবর জেয়ারত শেষে জিএম কাদের রংপুর সার্কিট হাউজে আগত দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, দলে কোনও গ্রুপিং, কোন্দল চলবে না। আমি এসব করতে দেবো না। যেসব জায়গায় এ ধরনের সমস্যা আছে আমি সমাধান করার উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি নয়, জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা বাড়ছে। দলকে শক্তিশালী করতে পারলে আমরা আবারও নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারবো।

এ সময় রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, জেলা সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে তিনি নগরীর কালিবাড়ি, ধর্মসভাসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনৈতিক বিরোধ দূর করার ক্ষমতা কমিশনের নেই: ইসি রাশেদা
রাজনৈতিক বিরোধ দূর করার ক্ষমতা কমিশনের নেই: ইসি রাশেদা
বেনজীর ও তার পরিবারের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ
বেনজীর ও তার পরিবারের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ
রাইসির মৃত্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘দায়’!
রাইসির মৃত্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘দায়’!
বাংলাদেশের বক্সার উৎসবের দারুণ জয়
বাংলাদেশের বক্সার উৎসবের দারুণ জয়
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী