X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার ৫০ বছর পরেও ভোটের অধিকার নিয়ে চিৎকার করতে হয়: মির্জা ফখরুল

দিনাজপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১৮:১৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৮:১৯

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'স্বাধীনতার ৫০ বছরেও মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পায়নি। ৫০ বছর পরেও মানুষের ভোটের অধিকার নিয়ে চিৎকার করতে হয়। খালেদা জিয়া এখনও জেলে আছেন, যদিও তিনি বাড়িতে আছেন তবে গৃহবন্দি। তিনি বের হতে পারেন না, তার চিকিৎসা হয় না। তাকে বিদেশে নেওয়া দরকার, তাকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে চিকিৎসা করতে হবে। কিন্তু সেই অনুমতি সরকার দেয় না।'

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে দিনাজপুর জেলা শহরের রামনগর মোড়ে ধানের শীষ প্রার্থীর প্রচারণা সভায় এসব কথা বলেন তিনি। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ তুলে দিয়ে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, 'আমাদের বুকে ভয়াবহ একটা পাথর চাপা দিয়ে রেখেছে। আমরা কথা বলতে পারি না, কথা বললে পুলিশ ধরে নিয়ে যায়। দিনাজপুরে বিএনপির অসংখ্য নেতাকর্মী ও ছেলেদের মাসের পর মাস বছরের পর বছর জেলে করে রাখা হয়েছে। মেয়র জাহাঙ্গীরকেও ছাড়ে নাই, তাকেও নিয়ে গেছে। আমি বহুবার জেলে গেছি।'

সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গত মাসের মধ্যে প্রায় দুইশ’ মানুষকে আটক করেছে উল্লেখ করে তিনি বলেন, 'সত্য কথা বললে আটক করে, তাদের বিরুদ্ধে মামলা দেয়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা আগে বলতাম: আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো; এখন বলা হয়: আমার ভোট আমি দেবো, তোমার ভোটটাও আমি দেবো। এই অবস্থার পরিবর্তন করতে হবে। আমাদের ছেলেদের চাকরির ব্যবস্থা করতে হবে। মা-বোনদের নিরাপত্তা দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের আহ্বান করেছেন, আমার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।'

পথসভায় বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, দিনাজপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন দুলাল, খালেকুজ্জামান বাবু, হাসানুজ্জামান উজ্জ্বল, আখতারুজ্জামান জুয়েল প্রমুখ।



/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা