X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার দায়িত্ব নিলেন নবনির্বাচিত দুই মেয়র 

লালমনিরহাট প্রতিনিধি
১৪ মার্চ ২০২১, ১৯:১৮আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৯:১৮

লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ রবিবার (১৪ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রীতিমত এ দুই পৌরসভা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করে নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করেন তারা।

রবিবার (১৪ মার্চ) লালমনিরহাট পৌরসভা চত্বরে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ, লালমনিরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি একেএম কামরুল হাসান বকুল ও সাবেক পরিচালক শাহাজান আলী প্রামাণিক প্রমুখ। বিদায়ী মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেও গত ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপনকে দায়িত্বভার হস্তান্তর করেন।

লালমনিরহাট পৌরসভার দায়িত্বগ্রহণ পরবর্তী এক প্রতিক্রিয়ায় মেয়র রেজাউল করিম স্বপন বলেন, ‘জনগণের ভোটের রায় যথাযথভাবে পালনের চেষ্টা করবো। লালমনিরহাট পৌরসভাকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো। এজন্য প্রত্যেক নাগরিকের সার্বিক সহযোগিতা চাই।’

পাটগ্রাম পৌরসভায় নবনির্বাচিত মেয়রের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান

অপরদিকে, পাটগ্রাম পৌরসভা কার্যালয়ের ছাদে পাটগ্রাম পৌরসভার সচিব আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর, গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, বিদায়ী মেয়র শমসের আলী, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নীলু, নবনির্বাচিত মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান সাজেদা আক্তার প্রমুখ। পরে নবনির্বাচিত মেয়রকে পুষ্পমাল্য পরিয়ে দেন বিদায়ী মেয়র শমসের আলী।  এসময় পুষ্পমাল্য পরিয়ে শমসের আলীকে বিদায় জানান নবনির্বাচিত মেয়র রাশেদুল ইসলাম সুইট।

পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট এক প্রতিক্রিয়ায় বলেন, ‘জনগণের রায়ে প্রতি শ্রদ্ধা রেখে বিদায়ী মেয়র শমসের আলী ও সাধারণ ভোটারদের কাছ থেকে পরামর্শ নিয়ে সবার সহযোগিতায় পাটগ্রাম পৌরসভাকে একটি মডেল পৌরসভা বানাতে চাই।’

এসময় তিনি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
নির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা