X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সুন্দরগঞ্জের সেই পিআইওর বিরুদ্ধে বিভাগীয় মামলা, কমলো বেতন

গাইবান্ধা প্রতিনিধি
১৫ মার্চ ২০২১, ০৮:৫৯আপডেট : ১৫ মার্চ ২০২১, ০৮:৫৯

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের দায়ে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে স্থায়ীভাবে লঘু দণ্ড হিসেবে নুরুন্নবী সরকারের বেতন কমানো হয়েছে। এতে করে তিনি এখন ১০ম গ্রেডের প্রারম্ভিক বেতন পাবেন। বর্তমানে নুরুন্নবী সরকার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত।

রবিবার (১৪ মার্চ) বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন-১) উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালে পিআইও নুরুন্নবী সরকার ২০১৮-২০১৯ অর্থবছরে কর্মস্থলে উপস্থিত থেকেও দাফতরিক কাজে বাইরে অবস্থান দেখিয়ে পূর্ণ দিনের দৈনিক ভাতা উত্তোলন করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া সহকর্মীদের সঙ্গে খারাপ আচরণের দায়ে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ৩(খ) ও (ঘ) ধারামতে অসদচারণ ও দুর্নীতির দায়ে বিভাগীয় মামলা (মামলা নম্বর- ০৫/২০২০) রুজু করা হয়।

উল্লেখিত অভিযোগের কারণে পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে অধিদফতর হতে গত বছরের ৩ সেপ্টেম্বর অভিযোগনামা গঠন করে তার বিবরণীসহ প্রেরণ করা হলে তিনি গত ১৫ অক্টোবর অভিযোগনামার জবাব দাখিল করেন। এরপর অভিযোগের বিষয়ে আরও তথ্য অনুসন্ধানের জন্য অধিদফতরের পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) এসএম এনামুল কবিরকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে গত বছরের ২৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করা হয়।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, পিআইও নুরুন্নবী সরকারকে দণ্ড দেওয়ার সিন্ধান্ত নিয়ে চলতি বছরের ১০ জানুয়ারি দ্বিতীয় কারণ দর্শানোর জন্য বলা হয়। কিন্তু তিনি তার কোনও জবাব দাখিল করেননি। এছাড়া তার বিল উত্তোলনের বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা অনুমোদন করেছেন এবং উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, সুন্দরগঞ্জ বিল পাশ করেছেন। এ অবস্থায় শাস্তির বেলায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি-৩ এর (ঘ) অনুযায়ী দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে একই বিধিমালার বিধি-৪ এর উপবিধি ২(ঘ) মোতাবেক লঘু-দণ্ড হিসেবে স্থায়ীভাবে বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ আদেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে সুন্দরগঞ্জে যোগদানের পর থেকে অনিয়ম-দুর্নীতি ও লুটপাটসহ নানা বির্তক কর্মকাণ্ডে আলোচনায় আসেন পিআইও নুরুন্নবী সরকার। একাধিক হামলা-মামলার শিকার, দুর্নীতি ও চাঁদাদাবির ঘটনায় তার বিরুদ্ধে দুদকসহ পাঁচটি মামলা হয়েছিল। সর্বশেষ ২০১৯ সালের জুন ক্লোজিংয়ে হিসাবরক্ষণ কর্মকর্তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক কোটি টাকার বিলে স্বাক্ষর করে নেন পিআইও নুরুন্নবী। এরপর সেপ্টেম্বর মাসে দেশজুড়ে দুর্নীতিবিরোধী অভিযানের সময় পিআইও নুরুন্নবী সরকারের দুর্নীতি কর্মকাণ্ড নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। পরে অধিদফতর তাকে সন্দ্বীপে বদলি করে। কিন্তু সুন্দরগঞ্জ ছাড়তে নারাজ নুরুন্নবী শেষ পর্যন্ত উচ্চ আদালতের শরনাপন্ন হয়েও ব্যর্থ হন। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর যমুনা টেলিভিশন ও কালের কণ্ঠের স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১২ গণমাধ্যম ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে আমলি আদালত (কোতোয়ালী) রংপুরে পৃথক দুটি মানহানির মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইও) রংপুরের পুলিশ পরির্দশক (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম। সম্প্রতি আদালতে মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। তবে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব করে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার অভিযোগ করেছেন বিবাদী গণমাধ্যকর্মীরা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’