X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

অবশেষে বন্দরে আটকে পড়া ট্রাক চালকরা ভারতে গেলেন

হিলি প্রতিনিধি
১৩ মে ২০২১, ১৪:৫৮আপডেট : ১৩ মে ২০২১, ১৪:৫৯

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালকরা পণ্য খালাস না হওয়ায় বন্দরে আটকা পড়েছেন। এসব চালক নিজ দেশে ঈদ করতে যাওয়ার জন্য সকাল থেকে সীমান্তে অবস্থান করার পর অবশেষে অনুমতি পেয়ে ভারতে প্রবেশ করলেন।

বৃহস্পতিবার (১৩ মে) দুপুরের পর থেকে ওসব চালকরা বন্দরে ট্রাক রেখে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। ঈদের ছুটি শেষে বন্দরের কার্যক্রম শুরু হলে একই পথ দিয়ে তারা আবার হিলি স্থলবন্দরে ফিরে আসবেন।

ভারতে ফেরত যাওয়া ট্রাক চালক ইরফান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা গতকাল বুধবার ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশের হিলি স্থলবন্দরে প্রবেশ করি। কিন্তু গতকাল ট্রাক থেকে পণ্য খালাস না হওয়ায় আমরা বন্দরে আটকা পড়েছিলাম, আমার মতো দেড় শতাধিক চালক আটকা পড়েছে। এদের মধ্যে অনেক মুসলমান চালক রয়েছে আবার হিন্দু চালক রয়েছে। এর উপর আজ থেকে টানা ৪ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ হয়েছে। এ কারণে আমরা ভারতে ঈদ করতে যাবার জন্য সকাল থেকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটে অবস্থান নিয়েছিলাম। অবশেষে দুপুরের দিকে ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি মেলায় আমাদের ভারতে যেতে দেওয়া হচ্ছে। এতে করে আমাদের খুব সুবিধা হলো, অন্তত ঈদের নামাজ আদায় করতে পারবো ও পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবো। ঈদ শেষে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হলে হিলি স্থলবন্দরে ফিরে আসবো।

বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি না মেলায় সকাল থেকে ভারতীয় ট্রাক চালকরা সেদেশে প্রবেশের জন্য সীমান্তের চেকপোস্ট গেটে অবস্থান করছিল। পরে বিষয়টি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর দুপুরের দিকে অনুমতি মেলায় আটকে পড়া এসব ট্রাকের চালকরা ভারতে চলে গিয়েছে। বন্দরে আটকে পড়া ১শ’ ৪৫ জন ভারতীয় ট্রাক চালক ভারতে ফিরে গিয়েছেন।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ