X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

রাতে কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত, সকালে বাস্তবায়ন নেই

দিনাজপুর প্রতিনিধি
০৭ জুন ২০২১, ১৪:১০আপডেট : ০৭ জুন ২০২১, ১৪:১৭
image

লকডাউন নয়, করোনাভাইরাসের প্রকোপ রোধে আপাতত কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি।

৭ দিনের কঠোর বিধিনিষেধ পর্যবেক্ষণ শেষে যদি করোনা পরিস্থিতির অবনতি হয়, সে ক্ষেত্রে লকডাউনের কথা ভাববে তারা।

রবিবার (০৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী বৈঠক করে কমিটি এ সিদ্ধান্ত নেয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক খালেদ মোহাম্মদ জাকী।

এছাড়া কমিটির সদস্য সচিব ও জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনলাইনে আয়োজিত বৈঠকটিতে আরও যুক্ত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম।

সেখানে সিদ্ধান্ত হয়, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে করা হবে জেল জরিমানা। শহরের বিভিন্ন পয়েন্টে বসানো হবে পুলিশের চেক পোস্ট, অটোরিকশা চলাচল সীমিত করা হবে, স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণের চলাচলে উৎসাহিত করা হবে। এছাড়াও বাজারগুলোতে সামাজিক দূরত্ব মেনে বসতে বাধ্য করা, করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন ও লাল পতাকা উত্তোলন এবং শহরের বিভিন্ন পয়েন্টে মাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও মাইকে প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে রাতে কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত হলেও সোমবার (০৭ জুন) সকাল থেকে তা বাস্তবায়নের চিত্র সড়ক ও বাজারগুলোতে দেখা যায়নি। সকাল ১০টায় দিনাজপুর বড়বন্দর এলাকায় দেখা যায়, জনসমাগম, মানছেন না স্বাস্থ্যবিধি, মানুষের মুখে নেই মাস্ক। শহরের কালিতলা এলাকারও চিত্র একই। শহরে দোকান-পাট খোলা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দেখা যায়নি নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর মোবাইল নম্বরে একাধিকবার কল হলেও বন্ধ পাওয়া যায়। আর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুসের মোবাইল নম্বরে কল গেলেও তিনি রিসিভ করেননি।

এদিকে গত ২৪ ঘণ্টায় মরিয়ম বেগম (৭০) নামের আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটি এ জেলায় ১৩৭ জনের প্রাণ কেড়ে নিলো। ২৪ ঘণ্টায় ১৭০ জনের করোনার নমুনা পরীক্ষায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৩ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৪১ শতাংশ। এর মধ্যে ২১ জনই সদরের। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭ জন আর হোম আইসোলেশনে রয়েছেন ৩০৫ জন রোগী।

/এফআর/
সম্পর্কিত
প্রথমবার লকডাউন চীনের বাণিজ্যিক শহর সাংহাই
প্রথমবারের মতো লকডাউনে কিরিবাতি
একজনের ওমিক্রন শনাক্তের পর পুরো বিল্ডিং লকডাউন
সর্বশেষ খবর
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান চলছে ৭০০ শিক্ষার্থীর
ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান চলছে ৭০০ শিক্ষার্থীর
এক ইলিশের দাম ৮ হাজার টাকা
এক ইলিশের দাম ৮ হাজার টাকা
গাজায় প্রথম দফার যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ
গাজায় প্রথম দফার যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে