X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

করোনায় ওদের আশা দেখাচ্ছে আম

আব্দুল্লাহ আল মুবাশ্বির, হাবিপ্রবি প্রতিনিধি
১৩ জুন ২০২১, ১১:৪৯আপডেট : ১৩ জুন ২০২১, ১১:৪৯

প্রায় দেড় বছর হলো ক্যাম্পাস বন্ধ। অনেক শিক্ষার্থী ভুগছেন হতাশায়। কেউ পড়েছেন আর্থিক টানাটানিতে। বিপরীতে কিছু শিক্ষার্থী চেষ্টা করছেন অবসরটাকে কাজে লাগিয়ে যদি কিছু টাকা কামানো যায়। আর এ কাজে অনলাইন প্লাটফর্মে আপাতত মৌসুমী ফল বিক্রিই তাদের উদ্যোক্তা হওয়ার পথ দেখাচ্ছে।

উত্তরবঙ্গের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এমন তিনজন তরুণ উদ্যোক্তার সঙ্গে কথা হয়েছে বাংলা ট্রিবিউন-এর। তারা শোনালেন তাদের মৌসুমী উদ্যোক্তা হয়ে ওঠার গল্প।

করোনায় ওদের আশা দেখাচ্ছে আম ১৯তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাওসিয়াদ হাসান জীবন বলেন, শুরুটা খানিকটা মজার ছলেই। গতবছর লকডাউনে অলস সময় কাটছিল। এর মধ্যেই হাড়িভাঙ্গা আমের মৌসুম আসে। আমার বাড়ি হাড়িভাঙ্গার জন্মস্থান খ্যাত রংপুরের পদাগঞ্জে। নিজেদের আমের বাগান আছে। ফলনও এবার আল্লাহর রহমতে ভালো।

প্রথমে বন্ধুদের আমের ব্যবসার কথা বললে তারা অনীহা প্রকাশ করে। আমি অনলাইনে পোস্ট করলাম। অবিশ্বাস্যরকম সাড়া পেলাম তাতে। দেরি না করে 'খাঁটি আম ' নামে একটি পেইজ খুলে ফেলি। তাদের হাড়িভাঙ্গার আপডেট দেওয়া শুরু করলাম। যথারীতি অর্ডার আসা শুরু হলো। ক্রেতারা কীটনাশকমুক্ত আম পেয়ে খুশি। তাদের নির্ভেজাল আম দিতে পেরে আমিও আনন্দিত।

এবার পুরনো ক্রেতারাই আম পাকার আগেই খোঁজ নিতে শুরু করেছেন কবে নাগাদ আম নামবে। এটা বেশ ভালো লাগার মতো। আশা করছি এবার গতবছরের তুলনায় আরও ক্রেতা পাবো। তাদের আস্থা অর্জনের পাশাপাশি নিজের ব্যবসাটাও বড় আকারে নিয়ে যেতে চাই।

১৭তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মিরাজুল আল মিশকাত বলেন, এ মহামারিতে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে। নিজেদের বাগান থাকায় খুব সহজে পাইকারি দামে উন্নতমানের আম সরবরাহ করতে পারি। লালমাটিতে রোপণ করা গাছে হাড়িভাঙ্গা আমের প্রকৃত স্বাদ পাওয়া যায়। প্রতিবছর প্রায় ছয় হাজারের বেশি মণ আম আমাদের পারিবারিক বাগান থেকে উৎপাদিত হয়। ব্যক্তিগতভাবে কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগও করতে পেরেছি।

করোনায় ওদের আশা দেখাচ্ছে আম প্রতিবন্ধকতার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘শুরুতে বলতে হয় যোগাযোগ ব্যবস্থার কথা। রংপুর থেকে যদি রাজশাহীর মতো ট্রেন যোগাযোগ চালু হলো তবে অনলাইনে ভালো ব্যবসা করা যেতো। সবমিলিয়ে বেকার সময়টা আম বিক্রিতেই কাটছে।’

১৮তম ব্যাচের ইংরেজির শিক্ষার্থী নাসির হোসাইন বলেন, ‘দীর্ঘ ১৫ মাস বাড়িতে বসে অলস সময় পার করছিলাম। হাতে কোনও কাজ ছিল না। সারাদিন অনলাইনে সময় নষ্ট হতো। হঠাৎ একদিন দেখলাম আমারই এক বন্ধু ফেসবুকে আম-লিচু বিক্রির পোস্ট দিয়েছে। রাতে ঘুমানোর সময় চিন্তাটা জেঁকে ধরলো। ভাবলাম একটা বিজনেস প্লাটফর্ম দাঁড় করানো যায় কিনা। ব্যবসা নিয়ে আমার অভিজ্ঞতা ছিল না। তবে আত্মবিশ্বাস ছিল। তাই অনলাইনে আম বিক্রি শুরু করলাম। প্রথম দিকে কষ্ট হচ্ছিল। তবে আমের গুণগত মান, পরিচিতি এবং হালনাগাদ দামসহ প্রতিদিন পোস্ট করতাম।’

করোনায় ওদের আশা দেখাচ্ছে আম নাসির আরও জানালেন, ‘এখন প্রতিদিনই খুচরা অর্ডার থাকে ১৫০-২০০ কেজির মতো। তবে এখন আমার সঙ্গে আমার কুমিল্লার এক বন্ধুও যোগ দিয়েছে। দু'জন মিলে একদিন পরপরই ৩০-৩৫ ক্যারেট আম পাইকারি দরে দোকানে বিক্রি করে আসি। তবে অনলাইনে অর্ডার পেয়ে কুরিয়ার সার্ভিসে আম বিক্রি করলে ডেলিভারি নিয়ে সমস্যা পোহাতে হয়। কুরিয়ারে পাঠালে আম নষ্ট হওয়ার ভয় থাকে। গ্রাহকের হাতে কখন পৌঁছাবে সেটা নিয়েও থাকে চিন্তা। তবে সব কিছু মিলিয়ে ব্যবসা ভালোই চলছে। সামনে পরিকল্পনা রয়েছে একটি আমের বাগান কিনবো।’

 

/এফএ/
সম্পর্কিত
পণ্যের জিআই সনদ পাওয়ার অর্থনৈতিক সুবিধা
ফাগুনের আগেই খুলনায় গাছে গাছে আম্র মুকুল
হিলির বাজারে কাটিমন আম, দাম কত?
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়