X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রেললাইনে বিকল ভারত থেকে আসা ট্রাক, যেভাবে রক্ষা পেলো ট্রেন

হিলি প্রতিনিধি
১৪ জুন ২০২১, ১৭:২৯আপডেট : ১৪ জুন ২০২১, ১৭:২৯
image

রেললাইনের ওপর বিকল হয়ে পড়েছে পণ্যবাহী ট্রাক। এদিকে আসছে ট্রেন। ঘটে যেতে পারে বিপদ, শঙ্কা জেগেছে এমনই। তবে সেখানে থাকা এক সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মী আব্দুল হান্নানের বুদ্ধিতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকামুখী দ্রুতযান এক্সপ্রেস।

রোববার (১৩ জুন) দুপুর সোয়া ১২টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

আব্দুল হান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ভারত থেকে আমদানির পণ্য নিয়ে আসা একটি ট্রাক রেললাইন পার হতে গিয়ে বিকল হয়ে পড়ে। এ সময় অপর একটি ট্রাক দিয়ে আটকে পড়া ট্রাকটি সরানোর চেষ্টা করা হচ্ছিলো বেশ কিছুক্ষণ ধরে। এদিকে বিরামপুরের দিক থেকে একটি ট্রেন চলে আসছিলো। দুর্ঘটনা ঘটবে এমন আশঙ্কায় আমি রেলক্রসিংয়ে থাকা পয়েন্টসম্যানের হাতে থাকা লাল পতাকা দিয়ে ট্রেনটিকে থামানোর উদ্দেশে যাই। পরে লাল পতাকা দেখে ও পয়েন্টসম্যান স্টেশন মাস্টারকে দ্রুত খবর দিলে সিগন্যাল তুলে নিতে বললে ট্রেনটি থামে যায়। এতে করে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

হিলি রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে জানান, দুপুর ১২টার দিকে ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক চেকপোস্টের পাশে রেলগেটে বিকল হয়ে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসটি চলে আসে। তখন সেখানে রেলের কর্মরত পয়েন্টসম্যান আমাকে অবগত করেন। আমি দ্রুত আউট সিগন্যালের মাধ্যমে ট্রেনটিকে দাঁড়ানোর জন্য লাল সিগন্যাল দিতে বলি। একইভাবে সেখানে এক যুবক লাল পতাকাও দেখায়। এতে ট্রেনটি দাঁড়িয়ে যায়। এতে করে ট্রাকটিসহ ট্রেন ও যাত্রীরা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

তিনি আরও জানান, রেলের নিয়ম অনুযায়ী হিলি স্টেশনের দুই পাশের যেকোনও স্টেশন থেকে ট্রেন ছেড়ে আসা মাত্র রেলগেট বন্ধ করে দিতে হবে। কিন্তু এই চেকপোস্টে আমরা তা দিতে পারি না। কেননা এই পথ দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের জন্য দাঁড়িয়ে থাকে। ব্যবসায়ীরা নিষেধ করে বেশিক্ষণ রেলগেট বন্ধ করে রাখা যাবে না। কিন্তু ট্রেন আসার আগে রেলগেট পরিষ্কার রাখতে বারবার বলার পরও তারা কথা শোনে না।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার এ ঘটনা ঘটলেও এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি।

/এফআর/
সম্পর্কিত
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
নিষেধাজ্ঞা তুললেও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
সর্বশেষ খবর
বার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাতের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ 
চ্যাম্পিয়নস লিগবার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাতের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ 
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশ
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশ
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ