X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তিস্তার পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপরে

নীলফামারী প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ২০:২০আপডেট : ১৫ জুলাই ২০২১, ২০:২৯

নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ফের বিপৎসীমা অতিক্রম করেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। এতে জেলার ডিমলা উপজেলার তিস্তা নদী বেষ্টিত ১০টি চরগ্রামে পানি প্রবেশ করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে, সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়ে বিকাল ৩টা থেকে বাড়তে থাকে। পাউবোর পানি পরিমাপক (গেজ রিডার) মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গত ৯ জুলাই রাতে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি হঠাৎ বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে উঠে যায়। এতে করে ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ি ইউনিয়নের ১৫টি গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পরদিন ১০ জুলাই পানি বিপৎসীমার নিচে নামলে সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়ে গত বুধবার পর্যন্ত তা অব্যাহত থাকে। আজ তা বিপৎসীমা অতিক্রম করে।

ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন জানান, তিস্তার পানি বৃদ্ধির ফলে নদী বেষ্টিত ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর ও পূর্বছাতনাই গ্রামসহ ছয়টি ইউনিয়নের ১০ চরগ্রামে পানি ঢুকেছে।

উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। এতে করে ইউনিয়নের টাবুর চর, পূর্বখড়িবাড়ী, পাগলীর বাজার, বাংলা বাজার গ্রামের ৬০০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে।’

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃহস্পতিবার বিকাল ৩টায় বিপৎসীমা অতিক্রম করে সন্ধ্যা ৬টায় আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪ স্লুইজ গেট (জলকপাট) খুলে রাখা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে বাসদের তিন দিনের রোডমার্চ
তিস্তার বাঁধ ভেঙে শীতকালেও বন্যা, পানির নিচে পেঁয়াজ-আলু-ভুট্টা
তিস্তা নদী নিয়ে চীনের প্রস্তাব বিবেচনা করবে সরকার
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা