X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আসা শুরু

হিলি প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ১৭:০১আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৭:০১

দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে দীর্ঘ তিন মাস ২৩ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর দেড়টায় ভারত থেকে একটি ট্রাক ২৮ মেট্রিক টন চাল নিয়ে দেশে প্রবেশ করে। আজ আসা চালের আমদানিকারক বগুড়ার মেসার্স ঋত্বিক এন্টারপ্রাইজ। ভারতের মারুতি ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠান চালগুলো রফতানি করেছে।

চালের আমদানিকারক ললিত কেশেরা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চালের আমদানি শুল্ক কমানো ও বরাদ্দ দেওয়ায় আজ থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। প্রচুর চালবোঝাই ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব চাল দেশে প্রবেশ করলে দাম কমে আসবে। তবে আমদানির সময় কিছুটা বাড়ানো হলে সুবিধা হতো। যে সময়টা সরকার বেঁধে দিয়েছে এই সময়ে চাল ঢোকানো সম্ভব না। একটি ট্রাক ঢুকতে এখন ৪০/৪৫ দিনের মতো সময় লাগছে। কিন্তু কম সময় নির্ধারণ করে দেওয়ায় ভারতীয় রফতানিকারকরা চাল বিক্রি করতে অনাগ্রহ দেখাচ্ছে। সময় বাড়ানো হলে বন্দর দিয়ে প্রচুর পরিমাণে চাল ঢুকবে। আজ আসা প্রতি টন চাল ৪৫০ মার্কিন ডলার (৩৮ হাজার ২০০ টাকা) মূল্যে আমদানি করা হয়েছে। তবে কাস্টমস কত ডলার মূল্যে শুল্কায়ন করে সেটি দেখার বিষয়। এর ওপর নির্ভর করবে চাল আমদানিতে পড়তা পড়বে কি-না।’

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের বরাদ্দ পাওয়া সাপেক্ষে চাল আমদানির লক্ষ্যে ইতোমধ্যেই এলসি খুলেছি। ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা খাদ্য মন্ত্রণালয় থেকে প্রায় ৬০ হাজার টনের মতো চাল আমদানির অনুমতি পেয়েছে। আশা করছি, আগামী দুই-একদিনের মধ্যেই সেই সংখ্যা আরও বাড়বে। দেশের বাজারে চাহিদা থাকায় ও এলসি হওয়ায় সবাই চাল কিনতে হুমড়ি খেয়ে পড়েছে, ফলে ভারতীয় ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দিয়েছে। আশা করছি, ভারতে চালের দাম কমে আসবে। এতে করে দেশে ব্যাপকহারে চাল আমদানি শুরু হবে ও বাজারে দাম কমে আসবে।’

হিলি স্থলবন্দরে কর্মরত শ্রমিক সাইদুল ইসলাম ও মিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকমাস বন্ধের পর পুনরায় বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। এতে করে আমাদের কাজ কর্ম যেমন বাড়বে তেমনি আয়ও বাড়বে। আগে যেখানে দিনে ২০০ টাকা পেতাম এখন সেখানে ৫০০ করে পাবো, ফলে পরিবার নিয়ে ভালোভাবে ডালভাত খেয়ে চলতে পারবো।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘ তিন মাস ২৩ দিন পর চাল আমদানি শুরু হয়েছে। বন্দর দিয়ে পুনরায় চাল আমদানির ফলে সরকারের রাজস্ব ও বন্দরের দৈনন্দিন আয় বাড়বে। এসব চাল বাজারজাত হলে চালের দাম কমে আসবে। ভোক্তারা কম দামে চাল কিনতে পারবে।’

/এফআর/
সম্পর্কিত
বস্তায় লিখতে হবে চালের জাত ও দাম: কতটা প্রস্তুত ব্যবসায়ীরা?
একদিনে হিলি দিয়ে ১১৯৮ টন আলু আমদানি
হিলিতে বিজিবির কাছ থেকে পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা