X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ঘোড়দৌড় দেখতে এলেন ২০ হাজার মানুষ

নীলফামারী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ২১:৫৩আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:৫৩

নীলফামারী জলঢাকার গোলনা ইউনিয়নের পশ্চিম চিড়াভিজা গোলনা জমুপাড়া মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতিতে ওই প্রতিযোগিতা হয়।

পশ্চিম চিড়াভিজা গোলনা জমুপাড়া ‘যুব সমাজ’ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। মানুষের উপস্থিতিতে মাঠে তিল ধরনের অবস্থাও ছিল না।

ওই এলাকার বাসিন্দা মহির উদ্দিন (৬৫) বলেন, ‘ছোটবেলায় দারোয়ানি মেলায় ঘোড়ার দৌড় দেখেছিলাম। এরপর আর ঘোড়া চোখে পড়ে না। প্রচলন কমে গেছে। এখন মানুষ মোটরসাইকেল, ভ্যান, মাইক্রো ও বাসে চড়ে সব জায়গায় যাতায়াত করে। আমাদের সময় ঘোড়াই ছিল একমাত্র বাহন। এখনকার শিশুরা বইতে ঘোড়ার ছবি দেখে। তাই ঘোড়া দেখতে এতো মানুষের ভিড় হয়েছে।’

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য  মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আলম কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহেদ বাহাদুর।

আয়োজকরা জানায়, গত তিন বছর ধরে এলাকায় এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিযোগিতায় নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার ২০ প্রতিযোগী তাদের ঘোড়া নিয়ে অংশ নেন। ২০টি ঘোড়া চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন তারা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ