X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

গোবিন্দগঞ্জে প্রচারকেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষ, আহত ২০ 

গাইবান্ধা প্রতিনিধি 
২৪ নভেম্বর ২০২১, ১০:৩৮আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১০:৩৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীসহ কর্মী-সমর্থকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের বটতলা ও মহিমাগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ইউপি নির্বাচনকে ঘিরে বটতলায় এলাকায় একটি নির্বাচনি অফিস করাকে কেন্দ্র করে দুইপক্ষ এই সংঘর্ষে জড়ায় বলে জানা গেছে। আহতদের মধ্যে সাত-আট জনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মহিমাগঞ্জের বটতলায় নির্বাচনি অফিস বানানোকে কেন্দ্র করে নৌকার চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানুর রহমান মুন্সির সমর্থক ও বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলামসহ তার কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় চা স্টল ও টাইলসের দোকানসহ ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গোবিন্দগঞ্জে প্রচারকেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষ, আহত ২০  বিদ্রোহী প্রার্থী মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের অভিযোগ,   নৌকার প্রার্থীর ইন্ধনে স্বেচ্ছাসেবকলীগ নেতা হামিদুল ইসলামের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল  আমার সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় আমার শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠানসহ আশপাশের ১০টি দোকান এবং আমার নির্বাচনি অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। হামলার সময় ইট-পাটকেলের আঘাতে শ্বশুর মুজিবুর ও ভাই হামিদুলসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে শ্বশুর মুজিবর রহমান, ভাই হামিদুল ও ইউনুস আলীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া আহত সাবেক ইউপি সদস্য মাহামুদুল হাসান, যুবলীগ নেতা জরিফা আলী, দুলাল মিয়া, মোসলেম, এমদাদুল ও সহির আলীসহ অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন বলেও জানান তিনি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে নৌকার সমর্থক গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হামিদুল ইসলাম বলেন, ‘নির্বাচনি প্রচারণা চালানোর সময় বটতলা এলাকায় আমাদের ওপর হামলা চালায় আনোয়ারুল ইসলামসহ তার সমর্থকরা। এতে আমিসহ যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ১০-১২ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ফরিউজ্জামান, হেলাল ও বাবুসহ পাঁচ জনকে হাসপাতালে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ’

গোবিন্দগঞ্জে প্রচারকেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষ, আহত ২০  এ বিষয়ে জানতে কয়েকবার ফোনে কল দিয়েও নৌকার চেয়ারম্যান প্রার্থী মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজওয়ানুর রহমান মুন্সির কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মহিমাগঞ্জ বাজার এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
সাতক্ষীরায় নির্বাচনি সহিংসতা সৃষ্টির অভিযোগে আটক ৪
কালকিনিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ‘হাতুড়িপেটা’
সুবর্ণচরে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদ আ.লীগের, ফল স্থগিতের দাবি
সর্বশেষ খবর
‘বাইরে বাবা-মাকে ছাড়া ঈদ করছি খারাপ লাগছে, সবকিছুই দেশের জন্য’
‘বাইরে বাবা-মাকে ছাড়া ঈদ করছি খারাপ লাগছে, সবকিছুই দেশের জন্য’
ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ইসরায়েলের সতর্কতা
ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ইসরায়েলের সতর্কতা
চামড়ার ‘দাম নির্ধারণ করছেন’ আড়তদাররা, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
রংপুরে কোরবানিচামড়ার ‘দাম নির্ধারণ করছেন’ আড়তদাররা, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
ইমনের ৫ মিনিটের ঝড়ে বাংলাদেশের শ্রীলঙ্কা বধ
ইমনের ৫ মিনিটের ঝড়ে বাংলাদেশের শ্রীলঙ্কা বধ
সর্বাধিক পঠিত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ