X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

গমের আমদানি বাড়লেও কমেনি দাম

হিলি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ১৩:৩৫আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩:৩৫

নৌপথে বিদেশ থেকে গম আমদানি বন্ধ রয়েছে। তাই দেশের বাজারে গমের চাহিদা মেটাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত গম আমদানি হচ্ছে। তবে বাড়তি চাহিদাকে পুঁজি করে ভারতীয় ব্যবসায়ীরা গমের দাম বাড়িয়ে দিয়েছে। এতে দেশের বাজারে পণ্যটির আমদানি বাড়লেও দাম কমছে না।

গম আমদানিকারক সারোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আগে ইউক্রেন ও রাশিয়া থেকে চট্টগ্রাম নৌবন্দর দিয়ে আমদানি গম দিয়ে চাহিদা মেটানো হতো। কিন্তু উৎপাদন কম হওয়ায় এ বছর দুই দেশের সরকার গম রফতানির ওপর শুল্ক আরোপ করেছে। এ কারণে পড়তা না থাকায় আমদানি বন্ধ রয়েছে। কিন্তু দেশে যে পরিমাণ গম উৎপাদন হয় তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব নয়। তাই ভারত থেকে গম আমদানি করা হচ্ছে। একমাস আগে যে গম ভারত থেকে ৩০৫ মার্কিন ডলার মূল্যে প্রতিটন আমদানি করা হচ্ছিল।

এই ব্যবসায়ীর দাবি, দেশের বাজারে বাড়তি চাহিদাকে পুঁজি করে গমের দাম ৩৩২ ডলার নির্ধারণ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। বর্তমানে গম বিক্রি হচ্ছে ২৯ টাকা ২০ পয়সা দরে।

হিলিতে গম কিনতে আসা পাইকার ইসরাফিল আলম বলেন, বাজারে দেশি গমের সরবরাহ নেই বললেই চলে। এ কারণে ময়দার মিলগুলোতে ভারতীয় গমের চাহিদা বেড়েছে। গত সপ্তাহে যে দামে বন্দর থেকে গম কিনেছি তার চেয়ে কেজিপ্রতি ১০-২০ পয়সা করে বেড়ে গেছে। তারপরও চাহিদার কারণে গম কিনে ময়দার মিলগুলোতে সরবরাহ করছি।

এদিকে গমের আমদানি বাড়ায় আয় বেড়েছে বন্দরে কর্মরত শ্রমিকদের। আমদানিকৃত এসব গম দেশের বিভিন্ন ময়দার মিলে সরবরাহ করা হচ্ছে।

শ্রমিক মেহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে বেশিরভাগ পাথর আমদানি হয়। এগুলো মেশিনের মাধ্যমে লোড-আনলোড হয়। বন্দর দিয়ে সম্প্রতি চাল আমদানিও বন্ধ হয়ে গেছে। অন্যান্য পণ্য তেমন আমদানি না হওয়ায় আমাদের কাজ কমে গেছে। তবে এখন বন্দর দিয়ে প্রচুর গম আমদানি হচ্ছে। তাই আগের তুলনায় কাজ বেড়েছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম বলেন, বন্দর দিয়ে বর্তমানে বেশ পরিমাণে ভারত থেকে গম আমদানি হচ্ছে। গড়ে বন্দর দিয়ে ৬০ থেকে ৭০ ট্রাক গম আমদানি হচ্ছে প্রতিদিন। তবে গমের আমদানি পর্যায়ে শুল্ক আরোপ না থাকায় শুল্ক মুক্ত পণ্য হিসেবে আমদানি হচ্ছে। আমদানিকৃত গম দ্রুত যেন দেশে বাজারজাত করতে পারে আমদানিকারকগণ সেজন্য কাস্টমসের সকল প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে ছাড়করণ দেওয়া হচ্ছে। বন্দর দিয়ে চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এক লাখ ৫৩ হাজার ৭৩৩ টন গম আমদানি হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৮৫০ কোটি টাকা ব্যয়ে এক লাখ টন সার কেনার সিদ্ধান্ত
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
হিলিতে কমপ্লিট শাটডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল