X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

হিলিতে হঠাৎ কমেছে ধানের দাম, বিপাকে কৃষক

হিলি প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ২৩:০৩আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২৩:০৩

চলতি মৌসুমে আমন ধানে নানা রোগ ও পোকামাকড় আক্রমণ করলেও ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি হয়েছিলেন কৃষকরা। কিন্তু হঠাৎ ধানের দাম মণ প্রতি ৫০-১০০ টাকা করে কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধানের দাম কমিয়েছেন, এমন দাবি কৃষকের। ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন প্রতিষ্ঠান ধান কেনা বন্ধ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

হিলির বিভিন্ন এলাকায় মাঠজুড়ে চলছে এখন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ইতোমধ্যেই তিন ভাগের দুভাগ বেশি জমির ধান কাটা শেষ হয়েছে। বাকিটা অল্প কিছু দিনের মধ্যেই শেষ হবে। বর্তমানে হিলির বিভিন্ন হাটগুলোতে ধান বেচাকেনা চলছে। বর্তমানে প্রতি মণ গুটিস্বর্ণা ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে এক হাজার টাকায় বিক্রি হয়েছিল। আর স্বর্ণা জাতের ধান বিক্রি হচ্ছে একা হাজার টাকায়। যা আগে ছিল ১১০০ টাকা।

হিলির দক্ষিণ বাসু দেবপুরের কৃষক মফিজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একেতো এবারে আমন ধান লাগানোর সময় থেকেই আমাদের বিপদ। বৃষ্টিপাত না হওয়ায় সেচের মাধ্যমে ধান আবাদ করতে হয়েছিল। পরে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সময়মতো সার কীটনাশক দেওয়ায় ধানের গাছ ভালো হয়েছিল। কিন্তু পরে যখন শীষ বের হবে তখন দেখা দেয় মাজরা, কারেন্টসহ বিভিন্ন পোকার আক্রমণ। নিজের অভিজ্ঞতা ও কৃষি অফিসের পরামর্শে কীটনাশক ব্যবহার করার ফলে সেই আক্রমণ থেকে রক্ষা পায়। তবে অন্যান্যবার এক থেকে দুবার কীটনাশক প্রয়োগ করলেও এবারে ৪-৫ দিতে হয়েছিল। ফলে খরচ কিছুটা বাড়তি হয়েছে। তবে ধান কাটা মাড়াই শেষে দেখা যায়, ধানের ফলন বেশ ভালো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি তেলের দাম বাড়ায় ধানের মাড়াই ও কাটার খরচ বেড়ে গেছে। এতে সবমিলিয়ে বিঘা প্রতি ২/৩ হাজার টাকা লাভ হতো। কিন্তু হঠাৎ আবার ধানের দাম দ্রুত কমতে শুরু করেছে। যে স্বর্ণা ধানের দাম ১১০০ টাকায় উঠেছিল, এখন তা কমে এক হাজারে নেমেছে। আর গুটিস্বর্ণার দাম সাড়ে ৯০০ টাকায় নেমেছে। ধানের দাম এভাবে কমতে থাকলে আমাদের লোকসানে পড়তে হবে।’

হিলির ছাতনি চারমাথা মোড়ের ধানের আড়তদার তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েকদিনের তুলনায় ধানের দাম বর্তমানে কিছুটা কমছে। এর মূল কারণ, ক্রেতা সংকট দেখা দিয়েছে। আমরা ধান কিনে যেসব মোকামে সরবরাহ করতাম সেগুলোতে এখন কেনা বন্ধ। কয়েকদিন আগে ধান কাটা ও মাড়াই শুরুর পরপর বিভিন্ন মোকামে ধান কিনতে শুরু করেছিল। বিশেষ করে সিটি গ্রুপ প্রচুর পরিমাণে ধান কিনেছিল। দিনে তারা ৩০০-৪০০ ট্রাক ধান কিনছিল। কিন্তু সম্প্রতি তাদের মিলে আগুন লাগার কারণে ধান কেনা বন্ধ রেখেছে। আপাতত কিছুদিন ধানের বাজার এমন থাকবে, পরে দাম বাড়বে।’ 

/এফআর/
সম্পর্কিত
ধান উৎপাদনে রেকর্ড, তবুও অস্থির চালের বাজার
হিলিতে কমপ্লিট শাটডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত
স্থলবন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ, আটকা পণ্যবাহী ট্রাক, বিপাকে ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল