X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

এইচএসসি পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তায় ২৮ শিক্ষার্থী

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
৩০ নভেম্বর ২০২১, ২১:১৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২১:৪৯

এইচএসসি পরীক্ষার দুই দিন আগেও প্রবেশপত্র পাননি কু‌ড়িগ্রা‌মের রৌমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ২৮ শিক্ষার্থী। তাদের অভিযোগ, কলেজ অধ্যক্ষ এস এম হুমায়ুন কবীর টাকা নিয়েও ফরম পূরণ না করায় এ ঘটনা ঘটেছে। এখন পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তায় তারা।

মঙ্গলবার (৩০ ন‌ভেম্বর) প্রবেশপত্র না আসায় ক‌লেজ অধ্যক্ষে‌র বিরু‌দ্ধে বি‌ক্ষোভ ক‌রেন ভুক্ত‌ভোগী শিক্ষার্থীরা। প‌রে প্রতিকার চে‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারক‌লি‌পি দেন শিক্ষার্থীরা। ক‌লে‌জ সভাপ‌তি ও ইউএনও আল ইমরান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

‌শিক্ষার্থী‌দের অ‌ভি‌যোগ, আগামী ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রবেশপত্র নি‌তে কলেজে গিয়ে শিক্ষার্থীরা জান‌তে পা‌রেন, ২৮ জনের প্রবেশপত্র নেই। এ বিষয়ে জানতে পরীক্ষার্থীরা তার মোবাইল ফোনে একাধিকবার কল করেও পাননি। প‌রে বিষয়‌টি ইউএনও‌কে অব‌হিত ক‌রেন শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, অধ্যক্ষ এস এম হুমায়ুন কবীরের গাফিলতির কারণে তারা প্রবেশপত্র পাননি। এখন প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।

কলেজের কয়েকজন প্রভাষক বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার কথা বলে এক হাজার করে টাকা নেওয়াসহ বিভিন্ন খাতে টাকা নি‌য়ে আত্মসাৎ করেছেন এস এম হুমায়ুন কবীর।

ক‌লেজ সভাপ‌তি ও রৌমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ব‌লেন, অধ্যক্ষের গাফিলতি কারণে এমন ঘটনা ঘটেছে। এর দায় তি‌নি এড়া‌তে পা‌রেন না। প্রতিকার চে‌য়ে শিক্ষার্থীরা আমার মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলি‌পি দিয়েছেন। বিষয়‌টি তদ‌ন্তের জন্য উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। গাফল‌তি প্রমাণ হ‌লে অধ্যক্ষের বিরু‌দ্ধে বি‌ধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হ‌বে।

তিনি আরও বলেন, শিক্ষার্থী‌দের পরীক্ষায় অংশগ্রহ‌ণে বিষ‌য়ে স‌র্বোচ্চ প্রচেষ্টা চালা‌নো হ‌চ্ছে। বিষয়‌টি নি‌য়ে পরীক্ষা নিয়ন্ত্রকসহ সং‌শ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনু‌রোধ করা হ‌য়ে‌ছে। প্রতিমন্ত্রী‌কে (প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা প্রতিমন্ত্রী জা‌কির হো‌সেন) বিষয়‌টি সমাধা‌নে অনু‌রোধ ক‌রে‌ছি। আশা কর‌ছি একটা সমাধান হ‌বে এবং তারা পরীক্ষায় অংশ নে‌বে।

/এসএইচ/
সম্পর্কিত
অসদুপায় অবলম্বনের অভিযোগে খাগড়াছড়িতে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
সর্বশেষ খবর
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি