X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

প্রবেশপত্র ছাড়াই পরীক্ষা দিলো দেড় শতাধিক এইচএসসি পরীক্ষার্থী

রংপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১৬:০৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬:৪৭

রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকার বিয়াম কলেজের দেড় শতাধিক এইচএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র ছাড়াই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসনের সহায়তায় সাহেবগঞ্জ স্কুল ও কলেজে বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা নেওয়া হয়।

এর আগে, বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত এসব শিক্ষার্থীকে বসিয়ে রেখেও প্রবেশপত্র দিতে পারেননি বিয়াম কলেজের অধ্যক্ষ আইনুল হক। তিনি শিক্ষার্থীদের জানান, বিভিন্ন সমস্যার কারণে বোর্ড থেকে প্রবেশপত্র আসেনি বিধায় তাদের পরীক্ষা দেওয়া হচ্ছে না। এ কথা জানাজানির পর পরীক্ষার্থীরা কলেজের সামনের রংপুর-হারাগাছ সড়ক অবরোধ ও অধ্যক্ষের বাসভবন ঘেরাও এবং বিক্ষোভ করে। তারা ঘোষণা দেয়, প্রবেশপত্র সরবরাহ ও পরীক্ষার সুযোগ না দেওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ করে প্রয়োজনে সারা রাত অবস্থান করবে। এ বিষয়ে বাংলা ট্রিবিউনসহ অন্যান্য সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গভীর রাতে জেলা প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হয়েছে বলে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

সকাল সাড়ে ৯টায় রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের নেতৃত্বে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিয়াম কলেজের পাশে সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এসব শিক্ষার্থী পরীক্ষা দেয়।

জেলা প্রশাসক আসিব আহসান জানান, শিক্ষার্থীদের সঙ্গে এমন করার জন্য বিয়াম কলেজের অধ্যক্ষসহ যেসব শিক্ষক দায়ী তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। সেই সঙ্গে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় সে জন্য শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পেরে সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

পরীক্ষার্থী আফলাতুন নেছা জানায়, কলেজ কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করেছে। যথাসময়ে বোর্ড ফিসহ প্রত্যেক শিক্ষার্থী তিন হাজার ১০০ টাকা করে দিলেও প্রবেশপত্র দেওয়া হয়নি। গভীর রাত পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করায় প্রশাসন দাবি মেনে নিয়েছে।

আরেক পরীক্ষার্থী আফজাল শরীফ জানান, গণমাধ্যম ভালো ভূমিকা রেখেছে। বিশেষ করে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশ হওয়ার পর প্রশাসন নড়েচড়ে বসে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
‘দেশের মানুষের ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছে, তা নামাতে হবে’
সর্বশেষ খবর
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র