X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২
রংপুর শিল্পকলা একাডেমি

উদ্বোধনের আগেই ৩০ কোটি টাকার ভবনে ফাটল

লিয়াকত আলী বাদল, রংপুর
০৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:২৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪২

উদ্বোধনের আগেই রংপুর শিল্পকলা একাডেমির নতুন ভবনে ফাটল দেখা দিয়েছে। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে ভবনের টাইলস ও মেঝেতে ফাটল ধরেছে। দেয়াল স্যাঁতসেঁতে হয়ে গেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এমনটা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী নবনির্মিত ভবন পরিদর্শন করতে এসে নিম্নমানের কাজ দেখে অসন্তোষ প্রকাশ করেন। তবে এ নিয়ে গণমাধ্যমকে নেতিবাচক সংবাদ প্রকাশ করতে নিষেধ করেছেন তিনি। একই সঙ্গে ভবন নির্মাণকাজে বিভিন্ন অনিয়মের খবর গোপন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এটি উদ্বোধন করানোর পাঁয়তারা করছেন তিনি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রংপুর টাউন হলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের রংপুর বিভাগীয় সম্মেলন উদ্বোধন করতে আসেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ অন্য নেতৃবৃন্দ। শনিবার বেলা সাড়ে ১১টায় সম্মেলন উদ্বোধন করা হয়। সেখানে তিন দিনব্যাপী গ্রুপ থিয়েটার ফেডারেশনের রংপুর বিভাগীয় সম্মেলন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সম্পাদক চন্দন রেজা, প্রেসিডিয়াম সদস্য অনন্ত হীরা ও নাজিম উদ্দিনসহ অন্যরা। 

ভবনের টাইলস ও মেঝেতে ফাটল ধরেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালে দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক আসিব আহসান ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবন পরিদর্শন করতে আসেন লিয়াকত আলী লাকী। তিনি ভেতরে ঢুকে দেখতে পান মেঝেতে লাগানো নিম্নমানের টাইলসে ফাটল ধরেছে। সেই সঙ্গে ভবনের বিভিন্ন স্থান স্যাঁতসেঁতে। নতুন ভবনের এ অবস্থা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করলেও সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি।

এরপর ভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন, শিল্পকলা একাডেমির এই ভবনটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। অডিটরিয়ামে ৫০০ আসন রয়েছে। এছাড়া সর্বাধুনিক সাউন্ড সিস্টেমসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত ভবনটি উদ্বোধন করবেন। এরপর এটি উন্মুক্ত করে দেওয়া হবে। 

ভবনের টাইলস ও মেঝের ফাটল কিন্তু উদ্বোধনের আগেই ভবনের টাইলস ও মেঝেতে ফাটল ধরেছে, অনেকেই অভিযোগ করেছেন নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে, এ বিষয়ে আপনার মতামত কী? উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে আপনারা (সাংবাদিকরা) নেগেটিভ কোনও রিপোর্ট করবেন না। বিষয়টি দায়িত্বশীল কর্মকর্তারা দেখবেন। তার এমন কথার পর সাংবাদিকদের নতুন ভবনের ভেতরে ঢুকতে দেননি শিল্পকলার দায়িত্বশীল কর্মকর্তারা। এটির দেখভালের দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ ব্যাপারে শিল্পকলা একাডেমির কোনও কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে চাননি শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুরে তাবাসসুম রিমি।

তবে নাম প্রকাশ না করার শর্তে রংপুর শিল্পকলা একাডেমির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেছেন, শিল্পকলার নতুন ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। আমরা এর প্রতিবাদ করলেও কোনও কাজ হয়নি।

উদ্বোধনের আগেই ৩০ কোটি টাকার ভবনে ফাটল এ ব্যাপারে শিল্পকলা একাডেমির জাতীয় কমিটির সদস্য নাট্যব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ বলেন, শিল্পকলার মহাপরিচালক এখানে এলেন, অথচ বিষয়টি আমাকে জানানো হয়নি। শিল্পকলার দায়িত্বশীল ব্যক্তিবর্গ কেন বিষয়টি আমাকে জানাননি তাও জানি না। তবে যেহেতু শিল্পকলার নতুন ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং টাইলসে ফাটল ধরেছে, সেহেতু বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানাই। একই সঙ্গে ভবনের পুরো কাজ তদারকি করে যেন তারপর উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিল্পকলা একাডেমি ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিষয় জানিয়ে তিনবার মহাপরিচালকের কাছে চিঠি দেওয়ার পরও কার্যকর কোনও ব্যবস্থা নেননি। তবে এ বিষয়ে জেলা প্রশাসনের কোনও কর্মকর্তা কথা বলতে রাজি হননি। 

 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
পদত্যাগপত্র এখনও ঝুলে আছে, সিদ্ধান্ত সরকারের
কুমিল্লার ৮ মাসের বিদ্যুৎ বিল জমা দেয়নি বাংলাদেশ শিল্পকলা একাডেমি
সর্বশেষ খবর
তারুণ্যের সমাবেশ থেকে ফিরে যুবদল নেতার মৃত্যু
তারুণ্যের সমাবেশ থেকে ফিরে যুবদল নেতার মৃত্যু
যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে ভারত-পাকিস্তান
যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে ভারত-পাকিস্তান
টেকনাফে ‘জিম্মিঘর’ থেকে ১৪ অপহৃত উদ্ধার
টেকনাফে ‘জিম্মিঘর’ থেকে ১৪ অপহৃত উদ্ধার
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ