X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হারিয়ে যাচ্ছে কাউন, যব ও ঢেমসি

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
১৭ এপ্রিল ২০২২, ১০:৪৩আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১০:৪৩

এক সময় ছিল যখন ধান বলতে ছিল আউশ আর আমন। প্রকৃতি নির্ভর চাষাবাদে ফসলের তালিকায় ছিল কাউন, যব ও ঢেমসির নাম। কাউনের পায়েশ, যবের ছাতু আর ঢেমসির পান্তাভাত ছিল ঘরে ঘরে মানুষের শখের খাবার। পরবর্তীতে বিদ্যুতায়ন ও কৃষির ব্যাপক যান্ত্রিকীকরণের হাত ধরে আসে উচ্চ ফলনশীল বোরো ধান। বাড়ে আলু, আম ও লিচুর চাষ। অন্যদিকে আশানুরূপ ফলন ও দাম না পাওয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে কাউন, যব ও ঢেমসি। তবে এখন আর ওই সব ফসল চাষের প্রতি কৃষকের আগ্রহ নেই।

কৃষি বিভাগ জানায়, জৈষ্ঠ্য মাসে কাউন উৎপাদন হয়। যব উঠে গমের মৌসুমে। আর শীতের শেষে চাষ হয় ঢেমসির। সব ধরনের জমিতে চাষ হয় এসব ফসল। এ বছর জেলায় ২ হেক্টর জমিতে কাউনের আবাদ হয়েছে। জানা যায়, জেলার হাট-বাজারগুলোতে এখনও প্রতিকেজি কাউনের চাল বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকা দরে। ভোজন বিলাসীরা পায়েশ, পিঠা ও নাড়ুর জন্য কিনেন এই দানাদার খাদ্যশস্য। যবের ছাতু বিক্রি হয় ২০০ টাকা কেজি দরে।

সদর উপজেলার ভেলাযান গ্রামের কৃষক শামসুল আলম শামসু বলেন, এক সময় কাউন, যব ও ঢেমসির আবাদ করতাম। এখন সামান্য কাউন ও যবের আবাদ করলেও ঢেমসির আবাদ আর করছি না। বাজারে চাহিদা না থাকায় ঢেমসি আবাদ করেন না বলে জানান তিনি।  

এদিকে নারগুণ ইউনিয়নের কহরপাড়া গ্রামের কৃষক সবুজ হোসেন বলেন, কৃষিতে এখন খরচ বেশি। একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে শ্রমিকের মজুরি বেশি। তার ওপর কৃষি উপকরণের দাম দিন দিন বাড়ছে। তাই কৃষক লাভজনক ফসল চাষে ঝুঁকছে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন বলেন, কৃষির আধুনিকীকরণ ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের ফলে লাভজনক শস্য উৎপাদন করছে কৃষকেরা। তবে কাউন, যব ও ঢেমসি চাষের গুরুত্বও রয়েছে। কারণ কাউন চাষে জমির উর্বরতা শক্তি বাড়ে। আদি ফসলগুলো খরাসহিঞ্চু, রোগবালাই ও কীটপতঙ্গমুক্ত। কাউন চালের ভাত, পায়েশ, পিঠা ও নাড়ু খেতে সু-স্বাদু। যবের ছাতু ও ঢেমসির চালের ভাত ও খই পুষ্টিগুণ সমৃদ্ধ। এ জাতীয় ফসলের বৈচিত্র ধরে রাখতে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
লাভবান হওয়ায় বেগুন চাষে ঝুঁকছেন কৃষকরা
এক জেলায় দুই হাজার কোটি টাকার তরমুজ উৎপাদন
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?