X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টিকটক ভিডিও করতে নদীতে ঝাঁপ দিয়ে কিশোরের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
২০ মে ২০২২, ১৬:০৯আপডেট : ২০ মে ২০২২, ১৭:২৫

নীলফামারীর সৈয়দপুরে টিকটক ভিডিও করতে নদীতে ঝাঁপ দিয়ে মোস্তাকিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খড়খড়িয়া নদীর দীঘলডাঙ্গী সেতুতে এ ঘটনা ঘটে ।

মোস্তাকিন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ি গ্রামের মন্টু রহমান ও আহেলা খাতুন দম্পতির ছেলে। সে সৈয়দপুর শহরের ঢেলাপীরে একটি সাবান কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো। 

মোস্তাকিনের চাচা মো. মোখলেছুর রহমান বলেন, শুক্রবার কারখানা ছুটি থাকায় কয়েকজন বন্ধুকে নিয়ে বাড়ির পাশের খড়খড়িয়া নদীর দীঘলডাঙ্গী সেতুতে যায় মোস্তাকিন। সেখানে টিকটক ভিডিও তৈরি করার জন্য সেতুর ওপর থেকে পানিতে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়। নদীতে লাফ দেওয়ার দৃশ্যটি বন্ধুরা তার মোবাইল ফোনে ভিডিও করছিল। দীর্ঘ সময় পরও নদী থেকে না উঠে আসায় বন্ধুরা পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে নদীতে নামেন। এলাকার লোকজনের সহযোগিতায় প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে মোস্তাকিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক রহমান হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসানাত খান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সামাজিক অবক্ষয় রোধে বাংলাদেশে টিকটক লাইকির মতো অপসংস্কৃতি বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। অভিভাবক ও সমাজের সবাই এগিয়ে এলে আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব হবে।

 

/এএম/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের ৭৫ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
টিকটক নিষিদ্ধ হলে লাভবান হবে ফেসবুক: ট্রাম্প
দেশে টিকটক নিষিদ্ধ হওয়ার বিষয়ে যা জানা গেলো
সর্বশেষ খবর
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!