X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ঝড়ে উপড়ে গেছে গাছ, ভেঙেছে বিদ্যুতের খুঁটি

দিনাজপুর প্রতিনিধি
১২ জুন ২০২২, ২০:১৪আপডেট : ১২ জুন ২০২২, ২০:১৪

দিনাজপুরের কয়েকটি এলাকায় আকস্মিক ঝড়ে গাছপালা ও ব্যাপক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কবলে পড়ে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঝড় হয়। ঝড়ে দিনাজপুর পৌর শহরের রাজবাটী, হীরাবাগান, মাতাসাগর ও সুইহারীসহ বেশ কিছু এলাকার গাছ ভেঙে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঝড়ে দিনাজপুর সরকারি কলেজের সামনের সড়কে রাস্তায় গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় ৫০ বছর বয়সী একটি বটগাছ শিকড়সহ উপড়ে গেছে। এছাড়া রাজবাড়ী মন্দিরের সামনে একটি বট ও পাকুড় গাছের ডালপালা ভেঙে গেছে। ঝড়ে গাছের ডাল পড়ে বেশকিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এদিকে, খানসামা উপজেলায় ঝড়ের কারণে বেশ কিছু গাছপালা ভেঙে পড়েছে। ভেঙে গেছে পাকা বাড়ির দেয়ালসহ বৈদ্যুতিক খুঁটি। উপজেলার বুড়ির বাজারে দুটি বৈদ্যুতিক পোল ভেঙে পড়েছে। ঝড়ের কারণে ওসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের লোকজনকে মাঠে কাজ করতে দেখা গেছে।

ঝড়ের কবলে পড়ে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকো লিমিটেডের দিনাজপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান বলেন, ‘ঝড়ের কারণে আমাদের পাঁচটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। প্রায় সব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। সকাল থেকে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছেন, এখনও অনেক স্থানেই বিদ্যুৎ নেই। তবে রাতের মধ্যেই কাজ শেষ হবে। তখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’

নেসকোর দিনাজপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী একেএম শাহাদত হোসেন বলেন, ‘আমার গ্রিডের ট্রান্সফরমার পুড়ে গেছে। তবে বৈদ্যুতিক পোলের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, ‌‘ঝড়ে আমাদের ১০টি কাঠের খুঁটি ভেঙে গেছে। গাছের ডাল পড়ে বেশ কিছু তার ছিঁড়ে গেছে। ঠিকাদারদের মাধ্যমে সেগুলো মেরামত করা হচ্ছে। এর মধ্যে খানসামা উপজেলায় ভেঙেছে চারটি খুঁটি। মেরামত কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’

/এএম/
সম্পর্কিত
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি 
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল