X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বাসায় ডেকে গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ জুন ২০২২, ১৮:২৬আপডেট : ১৬ জুন ২০২২, ১৮:৫৫

এক গৃহবধূকে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তেলিনা সরকার হিমুর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক আছেন ওই চেয়ারম্যান। বুধবার (১৫ জুন) বিকালে ভুক্তভোগীর স্বামী পীরগঞ্জ থানায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ‘রবিবার (১২ জুন) রাত ১০টায় স্থানীয় ফারুক ও রুবেলসহ কয়েকজন আমাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এ সময় তারা আমাকে বলে, চেয়ারম্যান ডাকছেন। আমার নামে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। পরে তারা আমাকে একজনের বাসায় নিয়ে যায় এবং সেখানে হিমু চেয়ারম্যানসহ তার কয়েকজন সহযোগী মারধর করে। পরে চেয়ারম্যান আমার মাথার চুল কেটে দেয়। এ ছাড়া চেয়ারম্যান আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। এ ঘটনা কাউকে না বলতেও হুমকি দেয়। এরপর থেকে তিন দিন তারা আমাকে ও আমার স্বামীকে বাসায় আটকে রাখে।’

গৃহবধূর স্বামী দাবি করেন, ‘কোনও অপরাধ ছাড়াই আমার স্ত্রীকে চেয়ারম্যানসহ তার ছেলেরা মারধর করে মাথার চুল কেটে দিয়েছে। আমি বাসায় ছিলাম না, এই সুযোগে তারা আমার স্ত্রীকে রাতে বাসা থেকে ডেকে নিয়ে গেছে। কী কারণে মারধর করলো তা আমরা জানি না। পরে আমরা বাসায় ফিরে এলে তারা আমাদের বাসা থেকে বের হতে দেয় না। বিভিন্ন ধরনের ভয় দেখায়। আজ আমার স্ত্রী বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেছি। আমরা এর সঠিক বিচার চাই।’

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এ ঘটনা গৃহবধূর স্বামী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সেই চেয়ারম্যানের বাসায় আমাদের পুলিশ গেলে তাকে পাওয়া যায়নি। বর্তমানে চেয়ারম্যানসহ অভিযুক্তরা পলাতক রয়েছে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যান তেলিনা সরকার হিমুর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে বন্ধ পাওয়া যায়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সাক্ষীতেই আটকে আছে বর্ষবরণে যৌন হয়রানি মামলার বিচার
নারী উদ্যোক্তার মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে  
যৌন নিপীড়নের অভিযোগে জবি শিক্ষককে বহিষ্কার
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক