X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্রহ্মপুত্র-তিস্তার পানিতে ডুবেছে কুড়িগ্রামের নিম্নাঞ্চল 

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম 
১৬ জুন ২০২২, ২১:৩১আপডেট : ১৬ জুন ২০২২, ২১:৩১

উজানের ঢল আর ভারী বর্ষণে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি ফুঁসছে। অব্যাহত পানি বৃদ্ধিতে দ্বীপচর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়ি-ঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে। বয়ে যাওয়া সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলায় মাঝারি মেয়াদে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসন সূত্র। এদিকে জেলার রৌমারী উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

পাউবোর নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৩২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে নুন খাওয়া পয়েন্টে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

পানি প্রবাহ হ্রাস-বৃদ্ধিতে থাকা তিস্তার পানি বৃহস্পতিবার বৃদ্ধি পেয়ে সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিন জেলায় নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পাউবো।

ব্রহ্মপুত্রের পানি বাড়ার ফলে সদর ও উলিপুর উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন দ্বীপচরে পানি প্রবেশ করতে শুরু করেছে। এসব চরের বাসিন্দাদের বাড়ি ঘরেও পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে। ধরলার পানি বেড়ে সদরের ভোগডাঙা ও পাঁচগাছী ইউনিয়নের বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দি হয়ে পড়েছে সদরের যাত্রাপুর ইউনিয়ন ও উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের শতাধিক পরিবার। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী দুই দিনের মধ্যে অপেক্ষাকৃত উঁচু চরাঞ্চলও প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।

সদরের যাত্রাপুর ইউনিয়নের পোড়ারচর, পূর্ব তিনহাজারি, মুছল্লীপাড়া, মন্ডলপাড়া, পশ্চিম মুছল্লি পাড়া, ঝুনকার চর, চরভগবতীপুর ও চর পার্বতীপুরের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব গ্রামের বেশ কিছু বাড়িঘরে পানি প্রবেশ করেছে। এ পরিস্থিতিতে দুর্গত অনেক পরিবার নিত্যপণ্য নিয়ে নৌকায় আশ্রয় নিয়েছে। তবে চলমান বৃষ্টি তাদের ভোগান্তি আরও বাড়িয়েছে।

যাত্রাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, ইউনিয়নে ব্রহ্মপুত্রের নিম্নাঞ্চলের কয়েকটি গ্রামের বেশ কিছু বাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। এসব গ্রামের শতাধিক পরিবার ইতোমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে।

পাঁচগাছী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, আমাদের ইউনিয়নের বেশিরভাগ ওয়ার্ড পানিতে প্লাবিত হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত বাসিন্দাদের বাড়ি ঘরে পানি প্রবেশের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন বন্যা পরিস্থিতির প্রতিবেদন নিয়েছে বলেও জানান এই ইউপি চেয়ারম্যান।

জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের দ্বীপচর মশালের চরের বাসিন্দা হামিদুল বলেন, ‘পানি দ্রুত বাড়ছে। বাড়িঘরে উঠতে শুরু করছে। এভাবে বাড়লে আজ-কালের মধ্যে সবার ঘরে পানি উঠে যাবে।’ 

বেগমগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোন্নাফ আলী বলেন, ‘হুহু কইরা পানি বাড়তাছে। অবস্থা খুব খারাপ। আমার ওয়ার্ডের নিচু অংশের অনেক বাড়িঘরে পানি ঢুইকা পড়ছে। আর দুই একদিন পানি বাড়লে সব বাড়িঘরে পানি ঢুকবো।’

 এদিকে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে পড়া জেলার রৌমারী উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় জেলা প্রশাসন থেকে নতুন করে ১০ মেট্রিকটন চাল ও আড়াই লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণ সহায়তা বিতরণে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উজানে সীমান্তবর্তী ভারতীয় অংশে এবং স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাতের কারণে জেলায় নদ-নদীর পানি বাড়ছে। আগামী ২০ জুন পর্যন্ত উজানে বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এরও দুই তিনদিন পর পর্যন্ত জেলার নদ-নদীতে পানি বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে চরাঞ্চচল প্লাবিত হতে পারে।’

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘নদ-নদীর পানি বাড়ছে। জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় ২০ লাখ টাকা ও ৫৭০ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে। দুর্গতদের উদ্ধারে প্রয়োজনীয় সংখ্যক স্পিডবোট, নৌকা এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলাগুলোতে প্রয়োজনীয় বরাদ্দসহ নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

এছাড়া প্রধানমন্ত্রীর উপহার থেকে এক হাজার প্যাকেট খাবারের বরাদ্দ পাওয়া গেছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
বাংলাদেশকে ৭১ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ১৯
তিস্তার বাঁধ ভেঙে শীতকালেও বন্যা, পানির নিচে পেঁয়াজ-আলু-ভুট্টা
সর্বশেষ খবর
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!